বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, কেউ টাকা দিক আর না দিক আমরা নিজের টাকায় পদ্মা সেতু করবো’,পার্লামেন্টে এমন ঘোষণা দিয়ে জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা নিজের টাকায় এই পদ্মা সেতু করেছে। বঙ্গবন্ধু যেমন বলেছিলেন, ‘আমাদের দাবিয়ে রাখা যায় না, আমাদের দাবিয়ে রাখতে পারবা না’। তেমনি অনেক ষড়যন্ত্র করেও আমাদের কেউ দাবিয়ে রাখতে পারিনি। জননেত্রী শেখ হাসিনাকেও দাবিয়ে রাখতে পারেনি।
স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে শনিবার (২৫ জুন) সকালে ফতুল্লায় একেএম শামছুজ্জোহা স্টেডিয়ামে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।
বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ ৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রশাসক মো. আনোয়ার হোসেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, অনেক কষ্টের বিনিময়ে, অনেক মামলা মোকদ্দমার বিনিময়ে এই পদ্মা সেতু আমাদের মাঝে এসছে। ৭১ সালে বঙ্গবন্ধু আমাদের বাঙ্গালি জাতির জন্য সর্বশ্রেষ্ঠ উপহার, স্বাধীনতা এনে দিয়েছিলেন। আজকে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বাঙ্গালি জাতিকে প্দমা সেতু উপহার দিয়েছে। তাই উনার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরও বলেন, আজকে আমরা এখানে এসেছি কারণ পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সবাই মিলে আনন্দ করবো। পুরো দেশে প্রতিটি গ্রামে গ্রামে এই আনন্দ ছড়িয়ে আছে। এটা শুধু নারায়ণগঞ্জ জেলাই না, সারা দেশে আজ অনুষ্ঠান হচ্ছে।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম খান, মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন, বিকেএমইএ‘র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ।