আইপিএলের চলতি আসরের ১৬তম ম্যাচে শুক্রবার রাতে মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স ও পাঞ্জাব কিংস। মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে সেই ম্যাচে জয়ের জন্য শেষ ওভারে জয়ের জন্য ১৯ রান দরকার ছিল গুজরাটের। ওদিন স্মিথের করা সেই ওভারের প্রথম ৪ বলে ৭ রান আসায় শেষ ২ বলে গুজরাটের দরকার হয় ১২ রানের। ২ বলে ২ ছক্কা মেরে সেই সমীকরণ মিলিয়ে ফেলেন রাহুল তেওয়াটিয়া।
পাঞ্জাব জিতে যায় ৬ উইকেটে। ৩ বলে ১৩ রানে অপরাজিত থাকেন তেওয়াটিয়া। মিলার অপরাজিত থাকেন ৪ বলে ৬ রানে। এর আগে অবশ্য ৫৯ বলে ৯৬ রান করে গুজরাটকে টেনেছেন শুভমান গিল।
ম্যাচে টসে হেরে আগে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৮৯ রান তুলে পাঞ্জাব। লিয়াম লিভিংস্টোন ২৭ বলে ৬৪ রানের ইনিংস খেলেন। শিখর ধাওয়ানের ব্যাট থেকে এসেছিল ৩৫ রান।
তিন ম্যাচের সব কটি জিতে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এসেছে নবাগত গুজরাট। এই ম্যাচের ‘কালপ্রিট’ ওয়েস্ট ইন্ডিজের পেসার ওডিন স্মিথ। ক্যারিবীয় বোলারদের এভাবে পেটানো তেওয়াটিয়ার জন্য নতুন কিছু নয়। এর আগে শেলডন কটরেলের ওভারে পাঁচ ছক্কা মেরে দলকে জিতিয়েছিলেন তিনি।