তুহিনঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র ফরম জমা দেয়ার শেষ দিন ৩০শে নভেম্বর বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার এবং বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লিয়াকত হোসেন খোকাসহ আরও ৪জন।
উৎসব মুখর পরিবেশে সকাল থেকেই আওয়ামীলীগ ও জাতীয় পার্টির প্রার্থীরা নিজ নিজ দলীয় কর্মী সমর্থকদের নিয়ে সোনারগাঁ উপজেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে উপজেলা সহকারি রিটার্ণিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন।
বিকেলে নারায়ণগঞ্জ-৩ আসন থেকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমাদানকালে সেখানে উপস্থিত ছিলেন, এমপি লিয়াকত হোসেন খোকার সহধর্মিনী ডালিয়া লিয়াকত, সোনারগাঁ জাতীয় পার্টির সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, পৌর জাতীয় পার্টি সভাপতি এম এ জামান, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান মোতালেব ভূইয়া মেম্বার, পৌর জাতীয় পার্টির সহ-সভাপতি গরীবে নেওয়াজ, মোহাম্মদ আলী, জাতীয় পার্টি নেতা ওমর ফারুক টিটু, ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হাসান ইমাম, উপজেলা মহিলা জাতীয় পার্টির আহবায়ক নাসিমা আক্তার পলি, যুগ্ম সাধারণ সম্পাদক নাসরীন আক্তার পান্না, সদস্য সচিব নার্গিস আক্তার, সনমান্দী ইউনিয়ন জাতীয় পার্টির সাধার সম্পাদক হারুন উর রশিদ মোল্লা, উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক কাজী নাজমুল ইসলাম লিটু, সদস্য সচিব সেকান্দর, পৌর জাতীয় পার্টি নেতা ওমর ফারুক টিটু, হাসান ইমাম, মো: মাইনুল ইসলাম মামুন, সাবেদ আলি মেম্বার, সাকিব মেম্বারসহ জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।
অপরদিকে নারায়ণগঞ্জ-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার হাসনাত তার সহধর্মিণীকে সাথে নিয়ে উপজেলা সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজওয়ান-উল-ইসলাম এর নিকট মনোনয়নপত্র জমা দেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশরাফুজ্জামান, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী শাহ মোহাম্মদ সোহাগ রনি, কেন্দ্রীয় মহিলা লীগের প্রচার সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন সরকার, আওয়ামী লীগ নেতা মনির হোসেন, আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাতের ছোট ভাই সানজিদ হাসনাত, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, সোনারগাঁ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম রুমা, উপজেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী এ্যাডভোকেট নূরজাহানসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
এছাড়াও বাংলাদেশ সুপ্রিম পার্টির আসলাম হোসেন, বাংলাদেশ কংগ্রেসের সিরাজুল হক এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে রুবাইয়া সুলতানা ও এএইচএম মাসুদ দুলাল নিজ নিজ মনোনয়ন পত্র জমা প্রদান করেন।