বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদরাসা শিক্ষার উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। বর্তমান সরকার মাদ্রাসায় একাডেমিক ভবন নির্মাণসহ ডিজিটাল ল্যাব স্থাপন করে শিক্ষার গুনগত মান উন্নয়নের জন্য কাজ করছে।
মাদ্রাসা শিক্ষার্থীদের মান সম্মত শিক্ষায় শিক্ষিত করতে পারলে সমাজ তথা দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। কারণ আজকের শিক্ষার্থীরা আগামীতে দেশ পরিচালনা করবে। তাই তাদের উপযুক্ত হিসাবে গড়ে তুলতে হবে।
বৃহস্পতিবার (১৮ মে) বিকালে রূপগঞ্জ উপজেলার নোয়াপাড়া এলাকায় নোয়াপাড়া ইসলামিয়া মহিলা আলিম মাদ্রাসার চার তলা ভিত বিশিষ্ট একতলা নতুন একাডেমিক ভবন শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
আওয়ামীলীগ রাষ্ট্র ক্ষমতায় থাকলেই দেশে উন্নয়ন হয়; তাই দেশের উন্নয়ন অব্যাহত রাখতে চাইলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে উল্লেখ করে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক আরও বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় থাকার কারণে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছেছে।
মেট্রোরেল, পদ্মা সেতু নির্মাণ, হজরত শাহজালাল বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনালসহ দেশে বিভিন্ন উন্নয়নকাজ আওয়ামী লীগ সরকারের কারণেই সম্ভব হয়েছে। আওয়ামী লীগকে আবার ক্ষমতায় রাখতে না পারলে দেশ পিছিয়ে পড়বে। দেশের উন্নয়নের স্বার্থেই শেখ হাসিনাকে আগামী নির্বাচনে আবার নির্বাচিত করা দরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী। সে সময় তিনি বলেন, দেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে চলেছেন। সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
নোয়াপাড়া ইসলামিয়া মহিলা আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ কামিজ উদ্দিন ফরাজী’র সভাপতিত্বে এবং তারাবো পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আনোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দূর্যোগ ও ত্রান ব্যবস্থাপনা অধিদপ্তরের যুগ্মসচিব মোহাম্মদ শফিকুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, ফারিহা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনির হোসেন, মারুফ-শারমীন স্মৃতি সংস্থার সভাপতি লায়ন মোজাম্মেল হক ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মেহের, উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য হাবিবুর রহমান হাবিব, তারাবো পৌরসভা যুবলীগের সাবেক সভাপতি আব্দুল আউয়াল, তারাবো পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মদ জহিরুল ইসলাম, নোয়াপাড়া ইসলামিয়া মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ মফিজুল ইসলাম সহ অনেকে।