বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৬:২১ পূর্বাহ্ন

শেখ হাসিনা দিল্লিতে বসে দেশ ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে : মামুন মাহমুদ

  • আপডেট সময় রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১১.২৭ এএম
  • ২ বার পড়া হয়েছে

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, অন্তর্বর্তী সরকার যেন অস্তির হয়ে যায়। তারা যেন সুন্দরভাবে দেশ পরিচালনা করতে না পারে। সেজন্য শেখ হাসিনা নির্লজ্জের মতো দিল্লিতে বসে দেশ ও সরকারের বিরুদ্ধে নানা ধরণের ষড়যন্ত্র করে যাচ্ছে।

এ সরকারকে ব্যর্থ করতে সচিবালয়ে আগুনের পিছনেও শেখ হাসিনার হাত থাকতে পারে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে একাত্তোরের স্বাধীনতার চেতনাকে ধরে রেখেই ৫ অগস্টের বিপ্লবের চেতনার সমন্বয়ে দেশকে এগিয়ে নিতে হবে। রাষ্ট্রের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হলে জনগণ আবার রাজপথে নামবে।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৪ টায় সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো বিনির্মাণের রূপরেখার ৩১ দফা জনগণের কাছে উপস্থাপনে ৩ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুন মাহমুদ অরো বলেন, মধ্যসত্তভোগীদের কারণে নিত্যপণ্যের দাম বাড়ে। কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায়না। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে, কিভাবে বাজার সিণ্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম কমাতে হবে, সরকারি কর্মকর্তা কর্মচারীরা জনগণের সঙ্গে রাজারমত অচরণ না করে রাষ্ট্রের সেবক ও জনগণের গোলাম হয়ে কাজ করবে, এমন একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করাই ৩১ দফার মূল লক্ষ। এসব দফা বাস্তবায়ন হলে আগামীর বাংলাদেশ হবে নিরাপদ। সৃষ্টি হতে পারবে না কোন স্বৈরাশাসক।

মামুন মাহমুদ বলেন, বিএনপি অন্তর্বর্তী সরকারকে একটি যৌক্তিক নির্দিষ্ট সময় দিয়েছে। সে সময়ের মধ্যে মিনিমাম প্রয়োজনীয় সংস্কার করে একটি অবাদ নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থার আয়োজন করতে। যে নির্বাচনে জনগণ যেন তাদের ভোট প্রয়োগ করতে পারে। কারণ আওয়ামী লীগ সরকার জনগণের ভোটের অধিকার হরণ করেছিল।

বিএনপি গত ১৫ বছর ধরে আন্দোলনের মাধ্যমে যেসব দাবি জানিয়ে আসছিল তার মধ্যে অন্যতম দাবি ছিল জগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। তাই এ সরকারকে বিএনপি পূর্ণ সমর্থন ও সহযোগিতা করে যাচ্ছে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান ওরফে আক্কেল আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মারুফের সঞ্চালনায় এ আলোচনা সভায় প্রধান আলোচন ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক রিয়াজুল ইসলাম, বিশেষ আলোচক ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেন। এছাড়াও বক্তাব্য রাখেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শাকের আহমেদ সোহান, জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক শাহ আলম মানিক, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মৃধা, মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি সিফাতুর রহমান রাজু, নাসিক ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেন, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধান, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি অকিল উদ্দিন ভূঁইয়া, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সামসুদ্দিন শেখ, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি লেয়াকত হোসেন লেকু, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোশারফ হোসেন ও ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা শাহ আলম মাস্টার, যুবদল নেতা সোহেল রহমান, ফারহান আহমেদ রুবেল, মাইনুল হাসান, গোলাপ, ফজলুল হক কণ্ট্রাক্টর, দেলোয়ার হোসেন, কাউসার আহমেদ, শেক মো. শিপু, মোস্তাফিজুর রহমান শাহীন, মাসুদ, ফারুক হোসেন ও নাজমুল প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort