নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন সাধারণ মানুষের সামনে তুলে ধরতে হবে। সামনে জাতীয় সংসদ নির্বাচন।
আমাদের কাজগুলো জনগণের মাঝে তুলে ধরতে হবে। যেন জনগণ আমাদের ভোট দেয়। জনগণের ভোটের মাধ্যমেই আমাদের নেত্রীকে আবারও আমরা প্রধানমন্ত্রী বানাতে চাই।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা গুলো বলেন।
বুধবার ( ১৭ মে) সকালে শহরের দুই নং রেল গেইটস্থ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আব্দুল হাই আরও বলেন, নেত্রী বলেছেন জঙ্গি ও সন্ত্রাসের সাথে আপোষ করবো না। মাদকমুক্ত সমাজ গড়বো, সকলের উচিত হবে আমাদের এ বিষয়গুলা নিয়ে কাজ করা। মাতারবাড়ি, পায়রার মত বিশাল বিশাল প্রজেক্ট হচ্ছে। এগুলো জাতির পিতার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে হচ্ছে।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা খবীর উদ্দিন, আদিনাথ বসু, সানাউল্লাহ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সংরক্ষিত মহিলা আসেন সাবেক সংসদ সদস্য এড. হোসনে আরা বাবলী, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ সাইফুল ইসলাম, সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা মরিয়ম কল্পনা, সাবেক সদস্য মো. শহিদুল্লাহ প্রমুখ।