রিয়াদ নামের ৭ বছরের এক শিশুকে হত্যার অভিযোগ এনে ৫টি বাড়ীতে ভাংচুর ও ১০টি গরুসহ মালামাল লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ একজনকে গুরুতর আহত অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আড়াইহাজারের মাহমুদপুর ইউনিয়নের খিরদাসাদী গ্রাম বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এঘটনা ঘটে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে পুলিশ।
ইউনিয়নের শালমদী গ্রামের রব হাজীর একটি পুকুর ভাড়া নিয়ে মাছ চাষ করে আসছিলো একই গ্রামের জিলানী, আরমান, ফয়সাল, রমজান এবং রাসেল। গত ১৪ ফেব্রুয়ারী ওই গ্রামের বাবুল মিস্ত্রির শিশু পুত্র রিয়াদ (৭) সহ তার কয়েকজন বন্ধু মিলে পুকুরটিতে মাছ ধরতে যায়। এসময় পুকুরের মৎসচাষী জিলানী শিশুদেরকে ধাওয়া করলে রিয়াদের বন্ধুরা দৌড়াদৌড়ি করে পালিয়ে যায়। এরপর থেকে রিয়াদ নিখোঁজ ছিল। ১৬ ফেব্রুয়ারী স্থানীয় হাসান আলীর স্ত্রী সাফিয়া বেগম পুকুরে গোসল করতে নামলে শিশু রিয়াদের মরদেহ ভেসে উঠতে দেখেন।
পরে নিহত রিয়াদের পিতা বাবুল মিস্ত্রি বাদী হয়ে আড়াইহাজার থানায় পুকুরের ভাড়াটিয়া পাঁচজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে।
এদিকে, ময়নাতদন্তের পর লাশ দাফনের পূর্ব মূহুর্তে শালমদী গ্রামের উত্তেজিত জনতা জিলানী সহ কাজী মোবারক, কবির হোসেন, শফিকুল ইসলাম ও আলী হোসেন নামে পাঁচ জনের বাড়ী ঘর ভাংচুর ও লুট করা হয়েছে।
ভুক্তাভোগীরা জানিয়েছেন, স্বর্ণালংকার, ১০টি গবাদী পশু, পাওয়ারলুম কারখানার মালামাল সহ সর্বস্ব লুটপাট করে নিয়ে যায় দুবৃর্ত্তরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ সময় ঘটনাস্থলে খোকন (৩০) নামে একজন গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ খোকনকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) জোবায়ের হোসেন জানান, বিকালে নিহত শিশুর লাশ দাফন করা হয়েছে, অভিযুক্ত আসামীদের বাড়িঘরে ভাংচুর হয়েছে। কিন্তু লুটের বিষয়টি তদন্ত করে বলতে হবে। আপাতত পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে রয়েছে।