সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৩ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের উদ্দেশ্যে চন্দন শীল ‘তোমরা এই সোনার বাংলাকে গড়ে তুলবে’

  • আপডেট সময় সোমবার, ২ জানুয়ারী, ২০২৩, ৩.১০ এএম
  • ১০০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও স্কুলের গভনিং বডি’র সভাপতি চন্দন শীল বলেছেন, প্রতি বারের ন্যয় এবারও আমরা বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিতে পেরেছি। নারায়ণগঞ্জ হাই স্কুল দেশের প্রাচিনতম একটি শিক্ষা প্রতিষ্ঠান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন দায়িত্ব পালন করেছেন, তিনি বছরের প্রথম দিন কোটি কোটি শিক্ষার্থীদের মাঝে, বাংলাদেশে পাঠ্যপুস্তক উৎসব এর মধ্যে দিয়ে বই বিতরণ করেন।

রবিবার (১ জানুয়ারি) সকাল ১১টায় নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজে, পাঠ্যপুস্তক উৎসব দিবস-২০২৩ উপলক্ষে শিক্ষার্থীদের বই বিতরণকালে তিনি এসব কথা বলেন।

চেয়ারম্যান চন্দন শীল বলেন, আমাদের নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজে ‘পাঠ্যপুস্তক উৎসব দিবস’ রুটিন উৎসবে পরিণত হয়েছে। বই উৎসবকে ঘিরে আনন্দমূখর পরিবেশ বিরাজ করছে শিক্ষার্থীদের মধ্যে। নারায়ণগঞ্জে হাই স্কুলে শিক্ষক-শিক্ষিকা, অভিবাবক ও শিক্ষার্থীরা মিলেই আমরা পাঠ্যপুস্তক উৎসবটি আনন্দঘন পরিবেশে পালন করি। শিক্ষার্থীদের কাছে আমার অনুরোধ, তোমরা এই সোনার বাংলাকে গড়ে তুলবে। বঙ্গবন্ধু যেটা বলতেন সেটা করতেন। ২০৪১ সালের আগে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ আর সেই সময়ের নাগরিক হবে এই প্রজন্মের শিক্ষার্থীরা।

এ সময় নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও স্কুলের গভনিং বডি’র সভাপতি চন্দন শীলের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মাহমুদুল হাসান ভুঁইয়া’র সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আজিজুল হক ও নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. শরিফুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort