নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের সেই ‘খেলা হবে’ স্লোগান এবার শোনা গেলো আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মুখে।
তিনি বলেছেন, ‘খেলা হবে- খেলা হবে, রাজনীতির মাঠে খেলা হবে। নির্বাচনের মাঠে খেলা হবে। আসুন, খেলায় আসুন, নির্বাচন আর রাজনীতির মাঠে খেলায় আসুন।’
শনিবার আওয়ামী লীগের এক সভায় সেই স্লোগানটি ফিরিয়ে আনলেন ওবায়দুল কাদের। শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ এই সভা আয়োজন করে।
রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবেলায় নারায়ণগঞ্জের আওয়ামী লীগ প্রভাবশালী নেতা শামীম ওসমান প্রথম ‘খেলা হবে’ স্লোগানটি তুলেছিলেন। যা দেশের গণ্ডি পেরিয়ে ভারতের পশ্চিমবঙ্গেও বেশ জনপ্রিয় হয়েছিল। এমনকি ২০২১ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ‘খেলা হবে’ স্লোগানটি অনানুষ্ঠানিক নির্বাচনী স্লোগান হিসেবে ব্যবহার করে। এনিয়ে গানও হয় সেখানে।
বিএনপির আন্দোলনের হুমকির জবাবে উক্ত সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আগুন নিয়ে খেলবেন না, আমরা প্রতিহত করব। আওয়ামী লীগ জনগনকে নিয়ে সেই আগুনের খেলা প্রতিরোধ করবে।’
আওয়ামী লীগ সরকারে ‘বিদায় ঘণ্টা’ বেজে গেছে বলে বিএনপি নেতারা যে বক্তব্য দিচ্ছেন, তার পাল্টায় তিনি বলেন, “বিএনপি বলে- আমাদের পতনের নাকি সাইরেন বাজে। কোথা থেকে শুনলেন সাইরেনটা? রাস্তায় যখন গাড়ি চলে ওই সাইরেন শুনেছেন? শুনবেন, শুনতে পাবেন আপনাদের বিদায়ের ঘণ্টার সাইরেন। নেতিবাচক রাজনীতি আপনাদেরকে অপ্রাসঙ্গিক করে দিয়েছে, আপনাদেরই বিদায়ের ঘণ্টা বাজছে।”
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান।