বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন

লেখক পরিচয় এক অন্যরকম অনুভূতি

  • আপডেট সময় মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫, ২.১৮ পিএম
  • ২ বার পড়া হয়েছে

অভিনেত্রী সুষমা সরকার। মঞ্চ, টেলিভিশন নাটক ও চলচ্চিত্র, অভিনয়ের সব মাধ্যমেই সরব তিনি। সম্প্রতি নতুন পরিচয়ে জানান দিয়েছেন তিনি। এবারের বইমেলায় প্রকাশ হয়েছে তার বই ‘দ্বিতীয়’। লেখালেখি ও অভিনয়ের নানা বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসুদুর রহমান।

‘দ্বিতীয়’ বইটির উপজীব্য কী?
দ্বিতীয় মানে দ্বিতীয় লিঙ্গ, সহজ অর্থে নারী। নারীকে নিয়ে লেখা গল্প সংকলন। ৭টি গল্প স্থান পেয়েছে এই বইটিতে। সেখানে প্রকাশ হয়েছে বিভিন্ন বয়সের নারীর মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, নারীর অবস্থান, একাকিত্ব, নারীর লড়াই, নারীর ক্ষমতায়ন। বইটি প্রকাশ করেছে শব্দশিল্প প্রকাশনী। ৩৪৬-৩৪৯ নং স্টলে পাওয়া যাচ্ছে।

গল্পগুলো কত দিনে লেখা?
একটা লম্বা বিরতির পর করোনাকাল থেকে আমি আবার লেখালেখি শুরু করি। সময় নিয়ে একটু একটু করে লিখেছি। এর আগে ছাত্রজীবনে অনার্স প্রথম বর্ষে প্রকাশ হয়েছিল আমার প্রথম বই ‘প্রণয়’। সেদিক থেকে বলতে গেলে ‘দ্বিতীয়’ আমার লেখা প্রকাশিত ‘দ্বিতীয়’ বই। তবে তখন অভিনেত্রী ছিলাম না। তাই অনেকে ‘দ্বিতীয়’-কে অভিনেত্রী সুষমা সরকারের প্রথম বই হিসেবে উল্লেখ করছেন।

অভিনেত্রী থেকে লেখিকা। নতুন পরিচয় কেমন লাগছে?
লেখিকা পরিচয়ে অন্যরকম অনুভূতি কাজ করছে। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, সহকর্মী ও ভক্তরা শুভ কামনা জানাচ্ছেন। গণমাধ্যমগুলো খবর প্রকাশ করছে। সব মিলিয়ে ভালো লাগা এবং ভিন্ন এক অভিজ্ঞতা।

অভিনয়ের ব্যস্ততা কেমন যাচ্ছে?
একাধিক ধারাবাহিক নিয়ে ব্যস্ততা যাচ্ছে। প্রচার চলতি দীর্ঘ ধারাবাহিক ‘দেনা পাওনা’, কঁচি খন্দকারের ‘তেল ছাড়া পরোটা’, গোলাম সোহরাব দোদুলের ‘মিলন হবে কত দিনে’ কাজ করছি। এ ছাড়া সরকারি অনুদানের ‘সলতে’ সিনেমায় শুটিং শেষ করেছি। ছবিটি মূলত একুশে পদক বিজয়ী সমাজকর্মী পলান সরকারের বায়োপিক। হাতে রয়েছে সরকারি অনুদানের শিশুতোষ চলচ্চিত্র ‘নদাই’।

একক নাটকে নেই কেন?
ধারাবাহিক নাটকের ব্যস্ততায় একক নাটকে সেভাবে অভিনয়ের সুযোগ হয়ে ওঠে না। অন্যদিকে একক নাটক এখন নায়ক-নায়িকানির্ভর হয়ে পড়েছে। আমাদের জন্য গল্প থাকে না। তুলনামূলক পারিবারিক গল্প নিয়ে একক নাটক কম হচ্ছে। তবে আসছে ঈদের কয়েকটি একক নাটকে দেখা যাবে।

‘পারো’ নিয়ে আবার মঞ্চ কবে আসছেন?
ঈদের পর সময় সুযোগ বুঝে ‘পারো’ নিয়ে আবার মঞ্চে হাজির হব। তার আগে দেশ নাটকের প্রযোজনায় মঞ্চে দেখা যাবে আমাকে। তবে ‘পারো’ আমার ক্যারিয়ারের অন্যতম অর্জন। মঞ্চে একটি নাটকে একাই অভিনয় করা সহজ বিষয় নয়। আমাদের দেশে কয়েকজন অভিনেত্রী এই সাহস দেখিয়েছেন। তাদের দলে আমি যুক্ত হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort