ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ব্রায়ান লারা, অস্ট্রেলিয়ার ইতিহাসের সফল সাবেক অধিনায়ক রিকি পন্টিংয় ও ভারতের সদ্য সাবেক হওয়া অধিনায়ক বিরাট কোহলিকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় পৌঁছে গেলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
বাবর আজম অস্ট্রেরিয়ার বিপক্ষে করাচিতে সদ্য শেষ হওয়া টেস্টের টতুর্থ ইনিংসে ১৯৬ রানের অনবদ্য ইনিংস খেলার মধ্য দিয়ে লারা, পন্টিং ও কোহলিকে ছাড়িয়ে যান। বিশ্বের প্রথম অধিনায়ক যিনি টেস্ট ম্যাচের চতুর্থ ইনিংসে সর্বোচ্চ স্কোর গড়েন বাবর।
করাচি টেস্টে ৯ উইকেটে ৫৫৬ রান করে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাটিংয়ে নেমে ১৪৮ রানেই অলআউট হয় পাকিস্তান।
স্বাগতিকদের ফলোঅনে না ফেলে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৯৭ রান করে ৫০৬ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া।
টার্গেট তাড়া করতে নেমে বাবর আজম (১৯৬), মোহাম্মদ রিজয়ান (১০৪*) ও আব্দুল্লাহ শফিকের (৯৬) ব্যাটে ভর করে পরাজয়ের শঙ্কা এড়িয়ে ড্র করে পাকিস্তান।
এর আগে ১৯৯৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অধিনায়ক হিসেবে টেস্ট ম্যাচের চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ১৮৫ রান করে ছিলেন ইংল্যান্ডের মাইকেল আর্থটন। এই তালিকায় নিউজিল্যান্ডের বেভান কংডন ১৭৬ রান করে দ্বিতীয় পজিশনে। অস্ট্রেলিয়ার ডন ব্র্যাডম্যান অপরাজিত ১৭৩ রানে করে তৃতীয়, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ১৫৬ রান করে চতুর্থ। এরপর পর্যায়ক্রমে আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রেম স্মিথ, উইন্ডিজের ব্রায়ান লারা ও ভারতের বিরাট কোহলি।
পাকিস্তানের প্রথম ব্যাটসম্যান হিসেবে চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি রান করেন বাবর আজম। এর আগে ২০১৫ সালে পাল্লেকালে শ্রীলংকার বিপক্ষে অপরাজিত ১৭১ রান করেছিলেন ইউনুস খান।
এদিন শ্রীলংকার কিংবদন্তি ব্যাটার কুমার সাঙ্গাকারাকে পিছনে ফেলেছেন বাবর আজম। ২০০৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯২ রান করেছিলেন সাঙ্গাকারা।