সোমবার, ১২ মে ২০২৫, ০২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

লায়ন্স জেলা গভর্নর নির্বাচিত শংকর, রুনু ও রানা

  • আপডেট সময় রবিবার, ১১ মে, ২০২৫, ১০.৩২ পিএম
  • ০ বার পড়া হয়েছে

লায়ন্স জেলা ৩১৫এ২ বাংলাদেশের গভর্নও নির্বাচিত হয়েছে লায়ন্স ক্লাব অব নারায়নগঞ্জ গ্রেটারের প্রাক্তন সভাপতি লায়ন শংকর রায় মনা।

শুক্রবার হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত লায়ন্স জেলা কনভেনশনে সারা বাংলাদেশের ১০৮টি ক্লাবের ডেলিগেটদের ভোটে শংকর রায় মনা গভর্নর নির্বাচিত হয়েছে।

এছাড়া আগামী ২০২৬-২৭ বর্ষের জন্য লায়ন মহসীন ইমাম চৌধুরী রুনু প্রথম ভাইস জেলা গভর্নর এবং ২০২৭-২৮ বর্ষের জন্য লায়ন্স ক্লাব অব নারায়নগঞ্জ এর প্রাক্তন সভাপতি লায়ন এমরান ফারুক মঈন রানা দ্বিতীয় ভাইস জেলা গভর্নর নির্বাচিত হয়েছে। লায়ন রানা নারায়নগঞ্জ থেকে নির্বাচিত প্রাক্তন জেলা গভর্নর প্রয়াত লায়ন ফারুক মঈনের ছেলে।

এর আগে গত শুক্রবার বিকেলে ঢাকায় হোটেল সোনারগাওয়ে ৩০তম বার্ষিক কনভেনশন উদ্বোধন করেন ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

এছাড়াও উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর সাবেক পরিচালক লায়ন মোসলেম আলী খান, লায়ন্স কাউন্সিল পরিচালক লায়ন ফারহানা বকসি, আর্šÍজাতিক পরিচালক প্রার্থী লায়ন নাজমুল হক, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন রেজাউল হক ঝুনু প্রমুখ।

উল্লেখ্য, এর আগে নারায়নগঞ্জ থেকে লায়ন ফারুক মঈন,লায়ন রফিকউদ্দিন ভুইয়া,লায়ন এডবোকেট শওকত আলী, লায়ন আখতারুজ্জামান, .লায়ন নাছির উদ্দিন এবং লায়ন আবদুল ওহাব জেলা গভর্ণরের দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort