শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

র‌্যাবের অভিযানে ২ যুবক আটক, ফেন্সিডিল উদ্ধার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২, ৩.৫২ এএম
  • ১৫৭ বার পড়া হয়েছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২ যুবককে আটক করেছে র‌্যাব। র‌্যাব বলছে আটককৃতরা মাদক ব্যবসায়ী। বুধবার (১৩ এপ্রিল) কুমিল্লা দাউদকান্দি বলদা খাল এলাকায় মহাসড়ক থেকে তাদের আকট করা হয়। এ সময় তাদের কাছ তেকে ১শ’ ৮৩ বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি পিকআপ জব্দ করা হয় বলে জানায় র‌্যাব।

আটককৃতরা হলো, কুমিল্লার বুড়িচং এলাকার মো. মমিনুল হকের ছেলে মো. আজহারুল (২৪) ও কোতয়ালী দক্ষিণ চরতা এলাকার শামীম মিয়ার ছেলে মো. শাকিল হোসেন (১৯)।

র‌্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. সম্রাট তালুকদার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বুধবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। ঢাকাগামী একটি পিকআপ তল্লাশী করে ১শ’ ৮৩ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে আটক করা হয়। তারা উভয়ই মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। আটককৃত আসামীরা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ পিকআপযোগে পণ্য পরিবহনের আড়ালে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল পরিবহন করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort