র্যাবের মাদক বিরোধী অভিযানে ২জনকে আটক করা হয়েছে। র্যাবের দাবি তারা মাদক ব্যবসায়ী এবং নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করবো। রবিবার (৮ জানুয়ারি) গভীর রাতে কুমিল্লা দাউদকান্দির সবজিকান্দি এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে থেকে ২৬কেজি গাঁজা, মাদক বিক্রয়ের নগদ ৫ হাজার ১২০টাকা, ৩টি মোবাইল, ৪টি সীম উদ্ধার করা হয় বলে জানায় র্যাব।
আটকৃতরা হলো, কুমিল্লা দাউদকান্দির সবজিকান্দি এলাকার মৃত আড়াই ব্যাপারীর ছেলে মো. নাসির (৫৫) ও একই এলাকার মো. কবির হোসেনের ছেলে মো. সোহেল (২৬)।
র্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদ্বয় জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় গাঁজা অভিনব পন্থায় সংগ্রহ করে কুমিল্লা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।