র্যাব-১১ অভিযানে দুই ব্যাক্তিকে আটক করা হয়েছে। তাদের দাবি আটককৃতরা মাদক ব্যবসায়ী। শুক্রবার (২৪ জুন) দাউদকান্দি থানা এলাকায় আভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৩ হাজার ৪শ’ ৬০ পিস ইয়াবা ও পরিবহনের কাজে ব্যাবহৃত একটি পিক আপভেন উদ্ধার করা হয় বলে জানায় র্যাব।
আটককৃতরা হলো, আড়াইহাজার উচিৎপুরা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের ভূঁইয়া পাড়ার মহসিন ভূইয়ার ছেলে আক্তার হোসেন ওরফে ইয়াবা আক্তার(৩৮) ও একই এলাকার মৃত মুক্তিযোদ্ধা সদর আলির ছেলে মো. বেলাল হোসেন ওরফে বিল্লাল(৩৪)।
র্যাব ১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার দাউদকান্দি থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা দীর্ঘদিন যাবৎ আড়াইহাজার উপজেলার দক্ষিন পুর্বাঞ্চল উচিৎপুরা, খাগকান্দা ইউনিয়ন ও আশেপাশের এলাকায় মাদক ব্যাবসা করে আসছিলো। তাদের বিরুদ্ধে আইননত ব্যবস্থা নেয়া হবে।