বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৯:২৬ পূর্বাহ্ন

রূপগঞ্জ মধুখালির সার্ভেয়ার ফন্দিবাজ মুক্তারের অত্যাচারের হাত থেকে এলাকাবাসী মুক্তি চায়

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫, ২.২৬ পিএম
  • ২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি- নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানাধীন মধুখালি এলাকার সার্ভেয়ার মুক্তার। সে এখন একনামে ফন্দিবাজ ও ধান্ধাবাজ মুক্তার নামে এলকায় পরিচিত। তাঁর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট বলে এমনটাই অভিযোগ উঠে এসেছে। ফন্দিবাজ, ধান্ধাবাজ ও অর্থলোভী সার্ভেয়ার মুক্তারের অত্যাচার হতে সাধারণ মানুষ মুক্তি চায়।

এলাকাবাসীর সূত্রে জানা যায় যে, মুক্তার সার্ভেয়ার হবার সুবাদে স্হানীয় এলাকার জমি জমা মাপের কাজ করে থাকে। তাঁর এই পেশাগত কারনে এলাকার সাধারণ মানুষ জমির নানাবিধ সমস্যার সমাধানের আশায় তাঁর নিকট জমির কাগজ পত্র নিয়ে যান। চতুর মুক্তার মানুষের এই সরলতাকে পুঁজি করে তাঁর কাছে নিয়ে যাওয়া জমির কাগজ দিয়ে জমির পার্শ্ববর্তী সীমানার মালিকের সাথে ও পূর্ববর্তী মালিকের ওয়ারিশদের সাথে যোগাযোগ করে উভয়ের মধ্যে ঝামেলার সৃষ্টি করে থাকে বলে ভুক্তভোগীদের অভিযোগ। এ ছাড়াও এলাকায় জমি মাপজোপের কাজে গিয়ে মানুষের সাথে অশোভনীয় আচরণ করে থাকে। তাঁকে ছাড়া অন্য কোন সার্ভেয়ার দিয়ে জমি মাপতে গেলে মুক্তার ঝামেলার সৃষ্টি করে থাকে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভুক্তভোগী বলেন, বিগত ৪ মাস যাবৎ কয়েকটি জমিকে কেন্দ্র করে,আশেপাশের জমির মালিকদের সাথে সে ঝামেলার সৃষ্টি করে আসছে। এ বিরোধ সে মিটিয়ে দিবে। তবে এর জন্য তাকে মোটা অংকের টাকা দিতে হবে।তিনি আরো বলেন,মুক্তার মাপের নামে এলাকাবাসীকে হয়রানী করে,নিজে জমি আত্মসাৎ সহ অন্যের জমিতে ঝামেলা সৃষ্টি করে জমি ও জমির টাকা আত্মসাৎ করে নেয়ার চেষ্টা করে চলছে। এলাকায় অন্য কোন সার্ভেয়ার মাপের কাজে এলে সে তাঁর পোষা লোকজনকে নিয়ে বিশৃঙ্খলা করে ঝগড়া সৃষ্টি করে থাকে। এ সব কারণে প্রায়ই বিশৃঙ্খলা তৈরি হয়। তাঁর ফাঁদে পড়ে অনেক মামলা ও হামলায় এলাকাবাসী জড়জড়িত হয়ে গেছে। আজ মুক্তারের কাছে এলাকাবাসী জিম্মি।

মুক্তারের এর মতো অসাধু ব্যক্তির জন্য আজ এলাকায় অশান্তি বিরাজ করছে। একালাবাসীর দাবী এই মুক্তারকে অতি তাড়াতাড়ি আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহীনীর নিকট । এলাকাবাসী মনে করেন এই অর্থ লোভী, দূর্নীতিবাজ, চাঁদাবাজ অসাধুর ব্যক্তির জন্য এলাকায় জমি নিয়ে মারামারি,খুনের মতো বড় বড় অপরাধ ঘটে চলছে। তার অত্যাচার ও জুলুমের স্বীকার হচ্ছে সাধারণ জনগণ। তাই সার্ভেয়ার মুক্তারকে এই দায়িত্ব থেকে প্রত্যাহার করে আইনের আওতায় আনা জরুরী। তাহলেই একালায় ন্যায়বিচার ও আইনের সুশাসন বাস্তবায়ন নিশ্চিত হবে। এলাকাবাসী এমনটাই দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort