নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কতৃপক্ষ। রবিবার বেলা সাড়ে ৩ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের নেতৃত্বে কাঞ্চন পৌরসভা কালাদী এলাকায় এই অভিযান পরিচালিত হয়। পরে স্থানীয় জনতা গ্যাসের লাইন কাটতে বাঁধা প্রদান করেন।
এসময় উত্তেজিত জনতা এশিয়ান হাইওয়ে সড়ক অবরোধ করে তিতাসের দুইটি গাড়ি ভাংচুর করে। এতে এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
তিতাসের আঞ্চলিক বিপনন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো: সুরুজ আলম জানান, কাঞ্চন পৌরসভায় তিনটি পয়েন্টে সাত হাজার অবৈধ সংযোগ চিহ্নিত করে সেগুলো বিচ্ছিন্ন অভিযান শুরু করা হয়েছে।
দুই হাজার সংযোগ বিচ্ছিন্ন করার পর অভিযানের খবর পেয়ে আশপাশের কয়েক গ্রামের পাঁচ শতাধিক নারী-পুরুষ সেখানে জড়ো হয়ে অভিযানে বাঁধা সৃষ্টি করে ৷
একপর্যায়ে উত্তেজিত জনতা এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের কালাদী এলাকায় সড়ক অবরোধ করে পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে এবং তিতাস শ্রমিকদের মারধর করে। তাতে অভিযানের দুটি গাড়ি ভাংচুর করে ।
পরে পুলিশ ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে তিনজন শ্রমিক গুরুতর আহত হন। তিনি আরো বলেন, যতো বাঁধাই আসুক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান অব্যাহত থাকবে।