স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজান উপলক্ষে রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ, শুক্রবার বিকেলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, প্রতিযোগিতায় বিভিন্ন মাদ্রাসার থেকে মোট ৩২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল এর আহ্বায়ক মাহবুব রহমান (মাহবুব) , নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল এর সাবেক সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ, মুড়াপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার হোসেন প্রধান, ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বাবুসহ বিএমপির অঙ্গ ও সহকারী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।