এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রূপগঞ্জে রাতভর সংঘর্ষের ঘটনায় আকবর বাহিনির দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার তারাব পৌরসভার তারাব এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, তারাব দক্ষিনপাড়া এলাকার শাহিন মিয়ার ছেলে অনিক ও লিটনের ছেলে মোবারক।
রূপগঞ্জ থানার ওসি/তদন্ত আতাউর রহমান বলেন, গত রোববার তারাব পৌরসভার তারাব এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আকবর বাদশার লোকজন বকুল ভূইয়ার সাথে সংঘর্ষ বাধে। এসময় হামলাকরীরা বকুল ভূইয়ার ছেলে শিমুল ভূইয়াকে কুপিয়ে জখম করে ও পেটে ছুড়িকাঘাত করে পেটের ভুড়ি বের করে ফেলে।
সে বর্তমানে মুমূর্ষ অবস্থায় ঢাকি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া রাতভর হামলা, ভাংচুর, লুটপাট চালায় সাধারন পরিবারের বাড়ি ঘরে। এ ঘটনায় আরো ৮ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় বকুল ভূইয়া বাদি হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান পরিচালনা করে মামলার এজাহার নামীয় আসামী মোবারক ও অজ্ঞাত নামা আসামী অনিককে গ্রেপ্তার করেন। এ ঘটনায় বাকি আসামীদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।