স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের মর্তুজাবাদ যুব সমাজের উদ্যোগে দোয়া, মিলাদ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এ সময় রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয়। শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় মর্তুজাবাদ কামিলা মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী কামাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আলহাজ¦ আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক নাসিম ভুঁইয়া, জাহাঙ্গীর হোসেন, জাহিদ হাসান, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিন, রূপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, ভুলতা ইউনিয়ন যুবদলের সভাপতি শাকিল আহমেদ নুরু, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, খোরশেদ আলম সহ আরো অনেকে।
সভায় বক্তারা বলেন, রূপগঞ্জে মর্তুজাবাদ যুব সমাজের উদ্যোগে এতো সুন্দর ও রাজকীয় পরিবেশে ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। এমন সুন্দর আয়োজনের জন্য রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা কামাল হোসেনকে রূপগঞ্জ উপজেলা বিএনপি ও যুবদলের পক্ষ থেকে সাধুবাদ জানানো হয়েছে। ইফতার পার্টিতে বিএনপির প্রায় ২ হাজার নেতাকর্মী ছাড়াও মর্তুজাবাদ গ্রামের সর্বশ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়াও ব্যবসায়ী, শিক্ষক, ইমাম, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতারপূর্বক আলোচনা সভায় বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ও তার পরিবারের জন্য দোয়া কামনা করা হয়। পরে উপস্থিতিদের মাঝে ইফতার সামগ্রী ও খাবার বিতরণ করা হয়। যুবদল নেতা কামাল হোসেন তার ব্যক্তি উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করেন।