নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতা কর্মীদের আওয়ামীলীগের দেয়া হামলা ও মামলায় কারা নির্যাতিতদের গণ সংবর্ধনা দেয়া হয়েছে।
শুক্রবার (২৮ জুন) সন্ধ্যায় উপজেলার তারাবো পৌর এলাকায় রূপসী কাজীবাড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।
রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহবায়ক ছাদেকুর রহমান ছাদেক, কেন্দ্রীয় যুবদল নেতা ও সাবেক জেলা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান মাহবুব, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালূম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী নেতৃবৃন্দ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম আজাদ বলেন, দলের ডাকে যারা আন্দোলন সংগ্রাম করেছেন। সুদিন এলে তাদেরই মূল্যায়ন করবে। তারেক রহমানকে আওয়ামীলীগ সরকার ভয়পায় বলেই মিথ্যে অভিযোগে মামলা দিয়ে পুরো দলকে কোনঠাসা করার চেষ্টা করছে। যা সফল হবে না।
সভাপতির বক্তব্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির বলেন, ১৯৭১ সালে দেশকে স্বাধীন করেছিলাম পাকিস্তানী হায়েনাদের হাত থেকে। এখন আওয়ামী দুঃশাসনের হাত থেকে দেশ বাঁচাতে যুবকদের সামনের সাড়িতে থাকতে হবে। আন্দোলন সংগ্রামে অংশ নেয়ায় এ পর্যন্ত আওয়ামীলীগ যত বিএনপি নেতাকর্মীকে হামলা, মামলা দিয়ে মুরগীর খোয়ারে ভরতে চাইছে ততই বিএনপি শক্তিশালী হয়েছে।