শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন

রূপগঞ্জে পুলিশের উপর হামলার মামলায় ২ দিনে গ্রেপ্তার ১০

  • আপডেট সময় শনিবার, ৮ মার্চ, ২০২৫, ১১.০২ এএম
  • ৩১ বার পড়া হয়েছে

রূপগঞ্জে পুলিশের ওপর হামলা ও মারধরের ঘটনায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২য় দিনে আরও ৫ আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

২য় দিন শুক্রবার গ্রেফতারকৃত কাঞ্চনের জুয়েল, গুতিয়াব এলাকার শহিদুল্লাহ, সবুজ, বিপুল, তুহিন ও ১ম দিনে বৃহস্পতিবার গুতিয়াব এলাকার আব্দুর রউফ, পিতলগঞ্জ এলাকার কাউসার, কাঞ্চন মায়াবাড়ী এলাকার ফেরদৌস, আরিফ ও বাদলকে গ্রেফতার করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ডের আবেদন করে নারায়ণগঞ্জ কোর্টে চালান করা হয়।

নারায়ণগঞ্জ জেষ্ঠ সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম জানান, কুড়িল বিশ্বরোড এলাকায় চলাচলরত সিএনজি চালিত অটোরিকশার চালকদর কাছ থেকে বিআরটিসি বাসের ঠিকাদারের নিয়োজিত লোকবল রাকিব ও জিহাদের নেতৃত্বে মাসিক ৩ থেকে ৪ হাজার টাকা মাসোহারা দাবি করে আসছিল।

ওই টাকা না দেওয়ায় বেশ কয়েকজন সিএনজি চালকদের মারধরসহ কয়েকটি সিএনজি ভাঙচুর করে তারা। এর প্রতিবাদে বুধবার স্থানীয় সিএনজি চালকেরা ৩’শ ফিট সড়কের কাঞ্চন ব্রিজ এলাকায় সড়ক অবরোধ করে বিআরটিসির বাস চলাচল বন্ধ করে দেয়।

খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালালে বিক্ষুব্ধরা এস আই সায়েম ও কনস্টেবল বাচ্চু নামে ২ পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় ওইদিন রাতেই পুলিশ বাদি হয়ে ২১জনকে নামীয় ও ১৫০জনকে অঙ্গাত আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করে।

ওই মামলায় ২য় দিন শুক্রবার ৫জন ও ১ম দিন বৃহস্পতিবার ৫জন মোট ১০ আসামীকে গ্রেফতার করে প্রত্যেকের ১০দিন করে রিমান্ড আবেদন করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort