রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৪০ পূর্বাহ্ন

রূপগঞ্জে অবৈধ বালু ভরাটের প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট সময় বুধবার, ২৩ মার্চ, ২০২২, ৪.৩২ এএম
  • ১৯৪ বার পড়া হয়েছে

রূপগঞ্জের ভোলাবো ইউনিয়নের বেশ কয়েকটি মৌজার কৃষি জমিতে অবৈধ ভাবে বালু ভরাট করার প্রতিবাদে রিমঝিম টাউন নামে আবাসন কোম্পানির বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগী কৃষক ও এলাকাবাসী।

মঙ্গলবার (২২ মার্চ) বিকালে উপজেলার ভোলাব ইউনিয়নের দড়িচারিতালুক এলাকায় রিমঝিমের দখলে নেওয়া কবরস্থানের সামনে তারা এ মানববন্ধন করে। এ সময় ভোলাবো ফাঁড়ির পুলিশি বাধাঁয় মানববন্ধনকে ছত্রভঙ্গ করার চেষ্টা করলে ভুক্তভোগী কৃষকরা ক্ষুদ্ধ হয়ে সড়কে বিক্ষোভ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ভোলাবই উনিয়নের করাটিয়া, আঙ্গার জোড়া, পূবের গাও, মোচার তালুক, পাইস্কা, তারৈল, আতলাপুর, কুড়িয়াইলসহ আশপাশের প্রায় দশ গ্রামের মানুষের জীবিকার একমাত্র উৎসছিল কৃষিকাজ।

অথচ রিমঝিম আবাসন কোম্পানী কৃষকের জমি না কিনে শতশত বিঘা দুই ফসলি জমিতে রাতের আধাওে অবৈধ ভাবে বালু ভরাট করছে। সরকারি খাল, হালট ও মাদ্রাসার ওয়াকফকৃত ৭ শতাংশ জমিও ভরাট করা হয়েছে।

এমনকি পাচঁ গ্রামের সামাজিক কবরস্থান রিমঝিমের বালু সন্ত্রাস থেকে রক্ষাপায়নি। বক্তারা আরো বলেন, রিমঝিম কোম্পানির অবৈধ বালু ভরাটের প্রতিবাদ করলে গায়েবি মামলা দিয়ে এলাকাবাসীকে হয়রানি করে। রাতের বেলায় বাড়িবাড়ি পুলিশি অভিযান চালিয়ে গনহারে গ্রেফতার করে। কেম্পানির এমন ভূমিদস্যুতা বন্ধ করে কৃষি জমি রক্ষায় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি চেয়েছেন ভুক্তভোগীরা।

ভোলাবোতদন্ত কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান জানান, কোর্টেও মামলার রায়ের কপি ও জমির কাগজ নিয়ে আসেন রিমঝিম আবাসন অবৈধ বালি ভরাট করে থাকলে আমার উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে বিষয়টি সুরহা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort