রুপগঞ্জ থেকে অপহরণ মামলার প্রধান পলাতক আসামি শ্রী সুনিল চন্দ্র রায় (৪০) কে গ্রেপ্তার করেছে র্যাব-৩। এ সময় অপহৃতা (১৩) কে উদ্ধার করে র্যাব। গ্রেপ্তারকৃত শ্রী সুনিল চন্দ্র রায় নীলফামারী জেলার জলঢাকা থানার সতীঘাট গোদের বাজার গ্রামের শ্রী প্রভাত চন্দ্র রায়ের ছেলে। বৃহস্পতিবার (২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৩ এর এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
তিনি জানান, গ্রেপ্তারকৃত শ্রী সুনিল চন্দ্র রায় নীলফামারী জেলার জলঢাকা থানার মামলা নং-০১, তাং-০১/০১/২০২৩ ইং, ধারা-৭/৩০, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/০৩) এর অপহরণ মামলার প্রধান পলাতক আসামি। মামলার পর থেকে সে দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।