নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন ও সদস্য সচিব ফারুক আহমেদ খোকনের অনুমোদিত রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা বিএনপির আহŸায়ক কমিটির ১৪ জন নেতা পদত্যাগ করেছেন। ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়নের অভিযোগ এনে বুধবার (১৬ ফেব্রæয়ারি) রাতে একসঙ্গে তারা পদত্যাগ করেছেন। একই সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরাবর লিখিত আকারে একটি অভিযোগ জমা দিয়েছেন।
পদত্যাগকারী নেতাকর্মীরা হলেন- কাঞ্চন পৌরসভার যুগ্ম আহŸায়ক ও সাবেক মেয়র দেওয়ান আবুল বাশার বাদশা, যুগ্ম আহŸায়ক নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আমজাদ হোসেন, যুগ্ম আহŸায়ক মো. জাকির উদ্দিন, সদস্য মো. শরিফ, মো. মকবুল হোসেন, মো. নবিউল্লাহ, রফিকুল ইসলাম রফিক, জাহাঙ্গীর হোসেন, মামুনুর রশিদ, আজগর আলী, সামসুদ্দিন মিয়া, ইব্রাহিম মিয়া।
পদত্যাগকারী নেতারা দাবি করেন, নবগঠিত আহŸায়ক কমিটিতে অযোগ্য, আওয়ামী লীগের সঙ্গে আঁতাতকারী ও নিষ্ক্রিয়দের পদায়ন করা হয়েছে। কমিটিতে ত্যাগী ও আন্দোলন সংগ্রামে নেতৃত্বদানকারী নেতাকর্মীদের বাদ দেওয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে কমিটি থেকে তারা পদত্যাগ করেছেন।
এর আগে গত ৪ ফেব্রæয়ারি কাঞ্চন পৌরসভা বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহŸায়ক কমিটি ঘোষণা করে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। বিএনপির কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান দিপু ভুইয়া জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের সঙ্গে আতাঁত করে এই কমিটি নিয়েছেন। কারণ আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন বাগিয়ে নিতে স্থানীয় কমিটিগুলোর সমর্থন যাতে নিজের পক্ষে থাকে সে জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছেন দীপু ভুইয়া। এমন অভিযোগ বেশ কয়েকজন নেতার।