নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের ২২ তম মহামান্য রাষ্ট্রপতির সাথে স্বপরিবারে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওসমান পরিবারের বড় ছেলে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নাসিম ওসমানের সহধর্মিণী এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার পারভীন ওসমান। মঙ্গলবার (২৫ এপ্রিল) বঙ্গভবনে গিয়ে তারা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতির পাশেই তার স্ত্রী প্রফেসর ড. রেবেকা সুলতানা উপস্থিত ছিলেন। এসময় পারভীন ওসমান রাষ্ট্রপতির সাথে একান্তভাবে পারিবারিকসহ নানা বিষয়ে আলোচনা করেন।
নিজের অনুভূতি প্রকাশ করে পারভীন ওসমান গণমাধ্যমকে বলেন, মহামান্য রাষ্ট্রপতি হিসেবে যিনি এসেছেন তিনি খুবই আন্তরিক মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে। এজন্য বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ভাই অগ্রনি ভূমিকা রাখবে। তাছাড়াও তিনি একজন অসাধারণ ব্যক্তিত্বসম্পন্ন মানুষ। আজকে তার সাথে আমরা দেখা করতে পেরে অত্যন্ত আনন্দিত। তিনি আমাদের সাথে প্রাণ খুলে কথা বলেছেন। আমার প্রয়াত স্বামীকে নিয়েও তিনি ভূয়সী প্রশংসা করেছেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, বড় মেয়ে আইরিন ওসমান, জামাতা মোহাম্মদ বদরুদ্দোজা, ছোট মেয়ে আফরিন ওসমান, পুত্রবধূ সাবরীনা ওসমান জয়া, নাতী আরহাম ওসমান আলীফ, নাতনী আরিশা ইসলাম ইনায়া, আফরাজ ইসলাম ইয়ানাত।
প্রসঙ্গত, ২৪ এপ্রিল সোমবার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু শপথ গ্রহণ করেছেন। শপথ গ্রহণের পর থেকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও জনপ্রতিনিধিগণ ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন। তারই অংশ হিসেবে রাষ্ট্রপতিকে ফুলের শুভেচ্ছা জানাতে পুরো পরিাবার নিয়ে বঙ্গভবনে ছুটে যান পারভীন ওসমান।