নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিলো বহমান ধলেশ্বরী নদী পাড়াপাড়ে ফেরির। বিগত সময়ে ইউনিয়নের অন্যান্য চেয়ারম্যানরা তেমন উদ্যোগ না নিলেও এ বার নির্বাচনে ফেরি এনে দেবার পূর্বপ্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে অংশগ্রহন করেন জাকির হোসেন। নির্বাচনে জয়লাভের পরপরই নানা প্রতিকুলতার পার করে অবশেষে ইউনিয়ন বাসীর জন্য ফেরির ব্যবস্থা করেছেন চেয়ারম্যান জাকির হোসেন।
বুধবার (১১ জানুয়ারী) সকালে ইউনিয়নের ডিক্রিরচর খেয়াঘাটে বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ফেরি নির্মানাধীন এলাকা পরিদর্শন করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান। পরিদর্শন শেষে এলাকাবাসীকে উদ্দেশ্য করে আগামী রমজান মাসের আগেই ফেরি চালু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সংসদ সদস্য সেলিম ওসমান বলেন, আমার আগে আমার বড়ভাই নাসিম ওসমান আলীরটেকের এমপি ছিলেন পরবর্তীতে আমি আপনাদের গোলামী করার জন্যই দায়িত্ব নিয়েছি। জাকির হোসেন আমার কাছে বেশ কয়েকবার ফেরির কথা বলেছেন, আমিও চেষ্ঠা করেছি। আজ এখানে কর্মকর্তা এসে ক্লিয়ারেন্স দিয়েছে। আশাকরি রমজানের আগেই আলীরটেক বাসী ফেরী পাবে।
তিনি এলাকাবাসীকে উদ্দেশ্য করে বলেন, ফেরী চালু হলে ব্যবসা বানিজ্য উন্নয়ন হবে। এলাকায় রাস্তার আশপাশে দোকান পাট থাকলে রাস্তা বড় করতে সমস্যা হবে। এলাকার উন্নয়নের এলাকার মানুষদের সমন্বয় প্রয়োজন ঝগড়াঝাঁটি করবেন না, দোয়া করবেন। ফেরী রেডি আছে আগামী রমজানের আগে ফেরী চালু হবে ইনশাআল্লাহ। আমি এখন ব্রীজের চিন্তা করিনাই। আল্লাহ সহায় হলে এ আশাও পূরন হবে।
এ সময় উপস্থিত ছিলেন আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাকির হোসেন, সওজ নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস, ফেরি রক্ষণাবেক্ষণ বিভাগের ঢাকার নির্বাহী প্রকৌশলী শুভ্র দাস, এলজিইডি নারায়ণগঞ্জের প্রধান নির্বাহী শেখ তাজুল ইসলাম ভূইয়া, সড়ক উপ বিভাগ নারায়নগঞ্জের উপ বিভাগীয় প্রকৌশলী শেখ শাখাওয়াত হোসেন শামীম, ফেরী রক্ষণাবেক্ষণ বিভাগ ঢাকার বিভাগীয় উপ প্রকৌশলী রেফাতুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী মোঃ মিথুন মিয়া, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, এছাড়া আরো উপস্থিত ছিলেন, সমাজসেবক জয়নাল আবেদীন, আইডিয়াল ফাইবার ইন্ড্রাস্টির এমডি আনোয়ার হোসেন, ইডি রাকিবুল জেমস, সদর থানা যুবলীগের যুগ্ম সম্পাদক ওমর ফারুক, আলীরটেক ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বান জাকির হোসেন, ২নং ওয়ার্ডের মেম্বার ওসমান গনি, ৩নংওয়ার্ডের মেম্বার সোহেল রানা, ৪নং ওয়ার্ডের মেম্বার রওশন আলী, ৫নং ওয়ার্ডের মেম্বার আব্দুল মান্নান, ৬নং ওয়ার্ডের মেম্বার ফিরোজ মিয়া, ৭নং ওয়ার্ডের মেম্বার আব্দুল ওহাব, ৮নং ওয়ার্ডের মেম্বার মোক্তার হোসেন, ৯নং ওয়ার্ডের মেম্বার শাহিন রাজু সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।