যুক্তরাষ্ট্রের কলোরাডোতে একটি সমকামী নৈশক্লাবে গুলিতে পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৮ জন। শনিবার রাতে কলোরাডো স্প্রিংসে এ ঘটনা ঘটেছে।
কলোরাডো স্প্রিংস পুলিশের লেফটেন্যান্ট পামেলা কাস্ত্রো একটি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ক্লাব কিউতে এই হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন এক হামলাকারীকে আটক করা হয়েছে।
তিনি জানান, মধ্যরাতের ঠিক আগে পুলিশ ফোন কল পেয়েছিল। সেখানে পৌঁছানোর পরে ক্লাবের ভিতরে সন্দেহভাজন বলে বিশ্বাস করা এক ব্যক্তিকে পুলিশ শনাক্ত করে।
তিনি হামলার উদ্দেশ্য সম্পর্কে কোনো তথ্য দেননি এবং শুটিংয়ে কী ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল তাও জানাননি।
গুগল লিস্টিংয়ে ক্লাব কিউ নিজেদের ‘প্রাপ্তবয়স্ক ভিত্তিক সমকামী ও লেসবিয়ান নৈশক্লাব যেখানে কারাওকে, ড্র্যাগ শো ও ডিজে’ ব্যবস্থা রয়েছে।