বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দখল-দূষণে বিপর্যস্ত রাজগঞ্জ খাল উদ্ধার অভিযান, খুশি স্থানীয়রা ১৭ বছর আগের বিকিনি বিতর্কের ব্যাখ্যা দিলেন নয়নতারা ব্যর্থতার বৃত্তে বন্দি বাংলাদেশের ব্যাটিং, হার টানা পাঁচ টেস্টে ষড়যন্ত্র চলছে, সবাইকে সতর্ক থাকতে বললেন তারেক রহমান বিক্ষোভ-সংঘর্ষে অস্থিরতা, শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার ইসকন ইস্যুতে দেশি-বিদেশি ইন্ধন থাকতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা যুদ্ধবিরতি চুক্তি হলো হিজবুল্লাহ ও ইসরায়েলের সিদ্ধিরগঞ্জে ফ্ল্যাট বাসায় দুর্ধর্ষ চুরি, ২ লাখ টাকা ও স্বর্নালংকার লুট ‘নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচন-২০২৫’ এর প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল বন্দরে ২০ কেঁজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

যারা টিকা দেয়নি তাদের খুঁজে বের করে টিকা দিবো : মেয়র আইভী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২, ৫.২৩ এএম
  • ২৩৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, আমরা অন্য সবকিছুর মতো করোনার টিকাদানের ক্ষেত্রে এগিয়ে আছি। সবাই আমাদের লজিস্টিক সাপোর্ট দিচ্ছে। সবাই মিলে টার্গেট পূরণ করেছি। এখন আমরা বাচ্চাদের টিকা দিচ্ছি। সিটির বাইরে থেকে এসেও এখানে টিকা দিচ্ছে।

আশা করি যারা এখনো টিকা দেয়নি অথবা কোনো কারণে মিস হয়ে গেছে আমরা তাদের খুঁজে বের করে টিকা দিবো। আমরা হান্ড্রেড ওভার হয়ে যাব। সিটির বাইরে থেকে এসেও এখানে টিকা দিচ্ছে।

 

বুধবার (৯ নভেম্বর) বেলা ১১টায় নারায়ণগঞ্জ কালেক্টরেট প্রিপারেটরি স্কুলে শিশুদের টিকাদান কর্মসূচি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

এ সময় উপস্থিত ছিলেন- মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা, ইউএসএআইডি, জেলা প্রশাসন, ও ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

এ সময় মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস করোনাভাইরাসের টিকা প্রদানে বাংলাদেশ উল্লেখযোগ্য সফলতা দেখিয়েছে বলে মন্তব্য করেন।

 

পিটার হাস বলেন, করোনা টিকা কার্যক্রমের এ সফলতা দেখতে পেরে এবং আমেরিকার দেওয়া প্রায় দশ কোটি করোনা ভ্যাক্সিন দিতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত।

তিনি আরও বলেন, এই শিশুরা বেশ সাহসী। তাদের কেউই টিকা নিতে ভয় পাচ্ছে না। বাংলাদেশ অভূতপূর্ব ভাবে ৭৫ শতাংশ জনগোষ্ঠীকে টিকা কার্যক্রমের আওতায় আনতে পেরেছে। এটি বিশ্বে সর্বোচ্চ। ৫০ বছরের বন্ধুত্বের এ সম্পর্কে এটি বাংলাদেশের জন্য একটি উৎকৃষ্ট উদাহরণ। এখানে এসে শিশুদের এভাবে টিকা নিতে দেখতে পেরে আমি সত্যিই আনন্দিত।

এসময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ বলেন, রাষ্ট্রদূত পিটার হাসের কিছু কিছু মন্তব্য আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। উনি খুশি মনে বলেছেন বাংলাদেশ ইউএসের থেকেও ভ্যাকসিনেশন প্রোগ্রামে এগিয়ে আছে। এই কৃতিত্ব যখন আমরা শুনতে পারি তখন আমরা খুশি

 

প্রসঙ্গত, ইউএসএআইডির অর্থায়নে ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সহায়তায় কমিউনিটি হেলথ সিস্টেম স্ট্রেনদেনিং (সিএইচএসএস) প্রকল্পের আওতায় শিশুদের জন্য করোনা টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করছে ব্র্যাক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort