নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে ঢাকা নারায়ণগঞ্জ মহাসড়কে মৌমিতা ও বাঁধন দুই বাসের যাত্রী উঠাকে কেন্দ্র করে বাস চাপায় নিহত হয়েছে পথচারী।
রবিবার (১৯ জুন) বিকেলের দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষ্যদর্শী এ পথচারী জানান, আমরা রাস্তার ওপর পাশ থেকে দেখলাম মৌমিতা ও বাঁধন বাসের যাত্রী উঠানো নিয়ে দস্তাদস্তি। এক পর্যায় মৌমিতা উঠতে না দেওয়ায় ওই পথচারি উপর দিয়ে বাধন গাড়ী চলে যায়। এত ঘটনাস্থলেই ও ব্যক্তি মারা যায়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ট্রাফিকের ইন্সপেক্টর (প্রশাসন) মো. আব্দুল করিম শেখ জানান, মৌমিতা ও বাঁধন পরিবহনের গাফলতিতে ওই পথচারীর মৃত্যু হয়েছে। দুই বাস ও বাসের চালদের আমরা আটক করেছি। নিহত ওই ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। থানা পুলিশ আসছে।
এ বিষয়ে ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এএসআই মোফিজুল ইসলাম বলেন, জেলা প্রশাসকরে কার্যালয়ের সামনে দিয়ে এক ব্যক্তি রাস্তা পারাপার হচ্ছিলো। এসময় মৌমিতা ও বাঁধন বাস এক অপরকে ওভারটেক করতে গিয়ে ওই পথচারীকে চাপা দেয়। এখনো আমরা লাশের পরিচয় শনাক্ত করতে পারিনি। বাঁধন বাসের হেল্পারকে আটক করা হয়েছে, বাকিরা সব পালিয়ে গেছে।