মুড়াপাড়া বাজার থেকে ৬ যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। সংস্থাটি বলছে, ‘আটককৃত সকলেই দুর্ধর্ষ ডাকাত দলের সদস্য।’
নারায়ণগঞ্জের আদমজী নগর কার্যালয় থেকে শুক্রবার (২১ অক্টোবর) প্রেরিত এক বার্তায় এ কথা জানান এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু। এ সময় তাদের হেফাজত থেকে ২টি রামদা, ১টি তলোয়ার, ১টি চাপাতি, ২টি ছোরা, ২টি লোহার শাবল, ১টি হাতুরি, ১ টি লোহার পাইপ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-মাহমুদাবাদ ৭নং ওয়ার্ডের মৃত. বাবুল ফরাজীর ছেলে মো. সুমন (৩৮), কুড়িগ্রামের রৌমারীর বালুর গ্রাম এলাকার মৃত আব্দুল আউয়ালের পুত্র মোঃ সুজন মিয়া (৩৪), একই এলাকার মো. দবীর হোসেনের ছেলে মো. সাজু মিয়া (৪৪), মুড়াপাড়ার মৃত আবেদ আলীর পুত্র মোঃ রুবেল (২৬), রূপগঞ্জের হাওরী পাড়া এলাকার কানু চন্দ্র বিশ্বাসের পুত্র বাসুদেব বিশ্বাস ওরফে আবু বক্কর সিদ্দিক (২৮) এবং রূপগঞ্জের বাইনাদি বাষিপাড়ার সন্তোস চন্দ্র দাসের ছেলে আশিক চন্দ্র দাস (২৫)।
এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামীরা পরস্পর যোগসাজসে আর্থিক ভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বাজার এলাকায় অবস্থিত ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ডাকাতি করে আসছে। জিজ্ঞাসাবাদে আসামীরা আরো স্বীকার করে, তারা দেশীয় অস্ত্র-সস্ত্র সহ মুড়াপাড়া বাজারস্থ লিনা পেপার মিলস লিমিটেড-এ ডাকাতি করছিল।