নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল বলেছেন, আমি মনে করি এখন যে মুক্তিযুদ্ধারা আছেন, তারা সামনে থেকে যুদ্ধ করেছে, আর আমি বই পুস্তকে পড়ে শুনেছি। তাই আমি আপনাদের মতো করে মুক্তিযুদ্ধটা বুঝতে পারবো না। মুক্তিযোদ্ধা এখন যারা আছেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা সেই সামনে থেকে যেগুলো দেখেছেন, সেগুলো আমাদের প্রজন্ম ও পরের প্রজন্মকে সেভাবে তৈরী করে রেখে যান। যাতে করে আপনাদের এই দেশের প্রতি সংগ্রাম, ভালোবাসা যুগ যুগ ধরে রাখতে পাড়ি।
রবিবার (২৬ মার্চ) বিকালে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে, স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে, নারায়ণগঞ্জ জেলার শহিদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সদর উপজেলার বীর মুকিযোদ্ধাদের সংবর্ধণা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আজকে বঙ্গবন্ধুর যে আদর্শ ছিলো, বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিলো, সেই বঙ্গবন্ধুর কথায় কিন্তু মুক্তিযোদ্ধারা যুদ্ধে গিয়েছিলো। আজ সেই সোনার বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর কণ্যা শেখ হাসিনা। তার এই উন্নয়ণের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। তার জন্য আপনাকে আমাকে সাপোর্ট করতে হবে।
এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ জেলা ইউনিটের কমান্ড’র সাবেক কমান্ডান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইসহ আগত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।