নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে ছাড়িয়ে নিতে র্যাবকে উৎকোচ প্রদানের চেষ্টা করায় আরও ৩জনসহ মোট ৪জনকে গ্রেফতার করেছে র্যাব-১১।
রোববার (২৪ এপ্রিল) গভীর রাতে রূপগঞ্জ থানাধীন মিঠাবো ফকিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৩২ বোতল ফেনসিডিলসহ মোঃ আমিরুল ইসলাম সজীব (৩৮) নামের ১জনকে গ্রেফতার করে র্যাব।
র্যাব জানায়, অভিযানের পর আসামী মোঃ আমিরুল ইসলাম সজীবকে আইনের আওতায় না নেওয়ার জন্য এবং বিষয়টি গোপন রাখার জন্য মোঃ আনিছুর রহমান (৩২) এক লক্ষ টাকা উৎকোচ প্রদানের চেষ্টা করে। ফলশ্রুতিতে উৎকোচের টাকাসহ মোঃ আনিছুর রহমান (৩২)’কে র্যাব সদস্যরা গ্রেফতার করে। এসময় আরও ২জনকে গ্রেফতার করা হয়। তারা হলো- মোঃ মাইন ফকির বাবু, মোঃ কাজী দীপু (৩২), মোঃ লিমন ভুইয়া (৩২)।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে এবং নারায়ণগঞ্জ ও এর আশে পাশের এলাকায় ক্রয়- বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ও র্যাবকে উৎকোচ প্রদানের চেষ্টায় লিপ্ত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় পৃথক মামলা দায়ের এর কার্যক্রম প্রক্রিয়াধীন।