রমজান মাসের মাগফিরাতের শেষ জুমার দিনে নগরীতে বিভিন্ন মসজিদে মুসুল্লিদের ঢল লক্ষ্য করা গেছে। প্রায় প্রতিটি মসজিদে নামাজের কাতার হয় দীর্ঘ এবং বেশী। কিছু কিছু মসজিদে নামাজের কাতার চলে আসে সড়কে।
শুক্রবার (২২ এপ্রিল) জুমার নামাজের সময় নগরীর চাষাঢ়া নূর মসজিদ, ডিআইটি জামে মসজিদ, গলাচিপা রেললাইন জামে মসজিদ, দেওভোগ বড় মসজিদসহ বিভিন্ন মসজিদে এ দৃশ্য দেখা গেছে।
এ সময় মসজিদ গুলোতে নামাজ আদায় শেষে বিশেষ মুনাজাত করা হয়। নারায়ণগঞ্জের সববাসরত মানুষসহ পৃথিবীর সকল মুসল্লিদের মঙ্গলকামনায় দোয়া করা হয়। পাপ মোচনে চোখের জলের বিনিময়ে মহান সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করা হয়। এসময় দেশ জাতি ও মানবকল্যানের জন্য বিশেষ দোয়া করা হয় মসজিদগুলোতে।