সিদ্ধিরগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুড়িকাঘাত করেছেন স্বামী মানিক পাটোয়ারী (৫৫)। পরে তাৎক্ষণিক তাকে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) গোলাম মোস্তফা।
নিহত গৃহবধুর নাম আনোয়ারা বেগম (৩৫)। সে সিদ্ধিরগঞ্জের পশ্চিম জালকুড়ি এলাকার মো. মানিক পাটোয়ারীর স্ত্রী। এ ঘটনায় নিহতের মেয়ে মোসা. স্বর্ণালী বাদী হয়ে অভিযুক্ত বাবার বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযুক্ত মানিক পাটোয়ারী (৫৫) চাঁদপুর সদরের মুন্সিরহাটি গ্রামের মৃত শরাফত পাটোয়ারীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত কয়েক বছর যাবত মোসা. স্বর্ণালীর পিতা এবং মাতার মধ্যে পারিবারিক দাম্পত্য কলহ বিরাজমান ছিল। ওই জের ধরে আজ বিকেলে তার বাবা তার মাকে পিছন থেকে এসে ধারালো ছুড়ি দিয়ে তলপেটে আঘাত করে। তা দেখে আশেপাশের লোকজন এগিয়ে এলে তার বাবা পালিয়ে যায়। বাদী স্বর্ণালীর মাকে আশেপাশের লোকজনের সহযোগিতায় খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে, রাতে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারা বেগম মারা যায়।
সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) গোলাম মোস্তফা লাইভ নারায়ণগঞ্জকে জানান, হত্যার ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে একটি মামলা দায়ের করেছের। আমরা এটি আমলে নিয়ে ইতোমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছি। যে কোন সময় আমরা অভিযুক্ত আসামি মানিক পাটোয়ারীকে গ্রেপ্তার করবো।