ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দু’জন নেতা মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে উত্তাল হয়ে পরেছে নারায়ণগঞ্জ জেলা। এ নিয়ে শুক্রবার (১০ জুন) নগরীর ডিআইটি মসজিদের সামনে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ উলামা পরিষদের ব্যনারে এবং ডিআইটি মসজিদের খতিব ও নারায়ণগঞ্জ উলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল আউয়ালের সবাপতিত্বে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সংগঠন এবং হাজার হাজার মুসলিম জনতা এসে ওই সমাবেশে যোগ দেয়।
এর আগে, বাদ জুম্মা ডিআইটি রেলওয়ে জামে মসজিদের সামনে একেক করে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মিছিল নিয়ে এসে জরো হয়। সমাবেশ শেষে মসজিদের সামনে থেকে উলামা পরিষদের বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে পুনরায় মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
এসময় বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ মহানগর ওলামা পরিষদের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান, জেলা ওলামা পরিষদের সহ-সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, মহানগর ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা হারুন অর রশিদ, ওলামা পরিষদ নেতা হযরত মাওলানা মনোয়ার হোসাইন, দেলোয়ার আল হোসাইন, ওলামা পরিষদ নেতা হযরত মাওলানা আলী হোসেন, খেলাফত মজলিশ নারায়ণগঞ্জ মহানগর এর সাধারণ সম্পাদক ইলিয়াস আহাম্মেদ, মুক্তারকান্দী মাদ্রাসার মুহতামিন মাওলানা যমিরিউদ্দিন ফারুকি, মহানগর ওলামা পরিষদ নেতা মাওলানা নাসিরউদ্দিন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আল্লাহ ও আল্লাহর রসূল তথা কোরআনের বিরুদ্ধে কোন কুলাঙ্গার কিছু বললে প্রয়োজনে আমরা তার জিব টেনে ছিড়ে ফেলবো। নূপুর শর্মা সাধারণ একটি ব্যক্তি। নূপুর শর্মা যেই কথাটি বলেছে এটি তার নিজের নয়। সব কিছুর ইঙ্গিত বিজিপি সরকার করছে। বাংলাদেশ সরকারকে জানিয়ে দিতে চাই, সরকার যেনো ভারতের ক্ষমতাশীনদের জানিয়ে দেয়। ‘সরমা’ যেমর আগুনে জ্বালাইয়া মানুষ খেয়ে শেষ করে দেয়, তেমনি ওই নূপুর শর্মাকেও যেনো ‘সরমা’ বানিয়ে জ্বালিয়ে দেয়া হয়।
তারা আরও বলেন, মহানবী মোহাম্মদ (সা:)’কে নিয়ে কটূক্তি গোটা পৃথিবির মুসলমানরা সহ্য করতে পারছে না। তাই সবাই আজ রাস্তায় নেমে এসেছে। আজকের এই সমাবেশ প্রমান করছে বাংলার মুসলামানরা আল্লাহ এবং তার রাসুলকে দুনিয়ার সব থেকে বেশি ভালোবাসে। দুনিয়ার এমন কোন শক্তি নাই, যে মহানবীকে নিয়ে কটূক্তি করে টিকে থাকতে পারবে।