রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জ পৌরসভার (বিলুপ্ত) প্রয়াত চেয়ারম্যান আলী আহাম্মদ চুনকার সহধর্মিনী ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর মাতা মমতাজ বেগমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ আগস্ট) দুপুরে এই আয়োজন করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।
নির্মাণাধীন নগরভবনে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবুল আমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নাসিকের প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা, সিটি কর্পোরেশনের তত্ত¡াবধায়ক প্রকৌশলী কামরুল আহসান, নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদির, মরহুমার দুই ছেলে জেলা যুবলীগের সহসভাপতি আহাম্মদ আলী রেজা রিপন, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল, সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কবির হোসাইন, ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু, ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার, ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ ভূঁইয়া, ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জমশের আলী ঝন্টু, ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর শারমিন হাবিব বিন্নিসহ সিটি কর্পোরেশনের অন্যান্য কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ প্রমুখ।
মিলাদের পূর্বে বক্তব্যে প্রয়াত মমতাজ বেগমের ছোট ছেলে আহাম্মদ আলী রেজা উজ্জ্বল বলেন, ‘আমার মা অনেক আল্লাহওয়ালা মানুষ ছিলেন। এই কারণে তিনি মৃত্যুর সময় কষ্ট পাননি। আল্লাহ তাকে কম কষ্ট দিয়ে নিজের কাছে ডেকে নিয়েছেন। এই নারায়ণগঞ্জে অনেকেই আমার মায়ের হাতের রান্না খেয়েছেন। কারও সাথে কখনও খারাপ ব্যবহার করেননি। সকলে আমার মায়ের জন্য দোয়া করবেন, উনি যেন জান্নাতবাসী হন।’
সভাপতির বক্তব্যে আবুল আমিন বলেন, ‘মমতাজ বেগম প্রয়াত পৌর চেয়ারম্যানের সহধর্মিনী ছিলেন। তিনি বর্তমান মেয়রের মাতা। তাঁর মৃত্যুতে আমরা সবাই শোকাহত। সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিলে সকলে মরহুমার বিদেহী আত্মার জন্য দোয়া করবেন। যতদূর শুনেছি উনি খুবই ভালো মানুষ ছিলেন। আল্লাহ তাআলা তাঁর কাজের সর্বোচ্চ প্রতিদান দেবেন, এই কামনা করি।’