রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জের টানবাজার থেকে নারী মাদক ব্যবসায়ীসহ ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে ২১৫ লিটার বাংলা মদ ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সোমবার (২ আগস্ট) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো টানবাজার সুইপার কলোনীর মৃত কিশোর দাসের ছেলে মানিক দাস (৩০), ছনু দাসের স্ত্রী পপি রানী (২৮), বন্দরের মদনপুরের বাচ্চু মিয়ার ছেলে আবু তাহের (৩৩) ও সোনারগাঁয়ের জালচর এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে আলী হোসেন (৫০)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১১ এর মিডিয়া অফিসার লে. কমান্ডার মাহমুদুল হাসান জানান, টানবাজার এলাকায় একটি অপরাধী চক্র মদ ও ইয়াবার আখড়া তৈরি করেছে। এই আখড়ায় স্কুল কলেজে পডুয়া ছাত্র থেকে শুরু করে বিভিন্ন পেশার লোকজন গিয়ে মদ ও ইয়াবা সেবন করে। অভিযান চালিয়ে ২১৫ লিটার বাংলা মদ ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মাদক আইনে মামলা করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।