অদ্য ‘৩রা জানুয়ারি” ২০২৫ইং শুক্রবার দুপুর ২টায় কেন্দ্রীয় শহিদ মিনারে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মুহাম্মদ ওমর ফারুক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল হাশিম এর সঞ্চালনায় ‘নগর সম্মেলন” ২৫ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ।
প্রধান অতিথি বলেন, ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনে ও বৈষম্য মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মানে ইসলামই একমাত্র কার্যকর পন্থা। কারণ ইসলাম পৃথিবীর মানুষকে যে পথ দেখিয়েছে, একমাত্র সে পথই পারে মানুষকে মুক্তির দিশা দেখাতে। এর বিপরীতে অন্য কোন মত ও পথের দ্বারা, বৈষম্য মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র বিনির্মাণ কখনোই সম্ভব নয়। তাই রাষ্ট্রের প্রধান থেকে শুরু করে প্রতিটি সেক্টরের ছাত্র আন্দোলনের দায়িত্বশীলদেরকে ইসলামী আদর্শে উজ্জীবীত হতে হবে। এবং রাসূল (সা) এর প্রবর্তিত মদিনার সনদ কে মডেল বানিয়ে নতুন বাংলাদেশের শাসন ব্যবস্থাকে সর্বোচ্চ মর্যাদায় সাজাতে হবে।
তিনি আরো বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনের উৎখাত হয়েছে ঠিক। কিন্তু একশ্রেণির কুচক্রী মহল নতুন করে ফ্যাসিবাদী শক্তিরূপে আত্মপ্রকাশ করেছে। দেশের মানুষ যখন বৈষম্য দূর করে ইনসাফ ও সুবিচার প্রতিষ্ঠার আওয়াজ তুলছে, তখন তারা নিজেদের স্বার্থসিদ্ধি করার অপচেষ্টা চালাচ্ছে। ছাত্র জনতার অভ্যুত্থানের উদ্দেশ্যকে খর্ব করার হীন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা নতুন করে আওয়ামী ফ্যাসিবাদীদের সুরে কথা বলছে। তাদের এই ষড়যন্ত্রকে রুখে দিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে সর্বদা সজাগ দৃষ্টি রাখতে হবে এবং গণমানুষের অধিকার আদায়ে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার জন্য অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর বলেন, ‘আমাদের মুক্তির পথ ইবাদাতমুখি সিয়াসাত। এই ইবাদাতমুখী সিয়াসাতের বিস্তীর্ণ ভূমিকে কলুষিত করে কোনো ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় টিকে থাকতে পারে না।যার ধ্বংস অনিবার্য। ২৪” এর গণঅভ্যুত্থান যার জলন্ত প্রমাণ।
বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মুফতী মাসুম বিল্লাহ বলেন “জুলাই অভ্যুত্থানে গণহত্যার রক্ত যাদের হাতে এখনো শুকায়নি, যাদের নির্ঘাতন আর গুম-হত্যা বাংলাদেশের মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছিল। সেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের এইদেশে কোন নির্বাচনে অংশ গ্রহণ করার অধিকার নেই।
সভাপতি তার বক্তব্যে বলেন, “ছাত্র জনতার অভ্যুত্থানের চেতনা বিরোধী কোন কাজ এদেশের ছাত্র জনতা কোনো ভাবেই মেনে নিতে পারে না, পারবেনা। প্রয়োজনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আরো একটি অভ্যুত্থানের ডাক দিবে ইনশাআল্লাহ।
আরো বক্তব্য রাখেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি অধ্যক্ষ মুফতী হাবিবুল্লাহ হাবিব, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা শাহ জালাল, জাতীয় শিক্ষক ফোরাম নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মুহাম্মদ আলতাফ গাজী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি এইচ এম রবিউল ইসলাম ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরএর সহ সভাপতি মুহাম্মদ এইচ এম শাহীন আদনান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নোমান আহমাদ, প্রশিক্ষণ সম্পাদক গাজী মুহাম্মদ তারেক হাসান, দাওয়াহ্ সম্পাদক এম জাহিদুল ইসলাম মোল্লা, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মাহবুব বিন আজাদ, প্রকাশনা ও দফতর সম্পাদক মুহাম্মদ ইফতি আলম, অর্থ ও কল্যান সম্পাদক মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ সানভীর, বিশ্ব বিদ্যালয় সম্পাদক আব্দুল্লাহ আল সাঈদ, কওমি মাদরাসা সম্পাদক মুহাম্মাদ আমির হামজা, আলিয়া মাদরাসা সম্পাদক ইউসুফ আহমাদ, স্কুল ও কলেজ সম্পাদক আব্দুস সালাম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মদ রুহুল আমিন, কার্যনিবাহী সদস্য মুহাম্মদ সায়েম হোসাইন সহ থানার বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ।
সম্মেলনে প্রধান অতিথি ২০২৪ইং সালের কমিটি বিলুপ্ত করে ২০২৫ইং সেশনের নতুন কমিটির নাম ঘোষণা করেন।