২৮ রমজান ২৯ মার্চ শনিবার বেলা ২টায় নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার মদনগঞ্জ শান্তিনগর সমাজ কল্যান সংস্থার উদ্যোগে প্রতি বছরের ন্যায় সমাজের অসহায় হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
মদনগঞ্জ শান্তিনগর সমাজ কল্যান সংস্থার সভাপতি মো. আবুল হোসেন’র সভাপতিত্বে উক্ত ঈদ সামগ্রী বিতরণে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আলহাজ্ব ফয়সাল মো. সাগর।
আলহাজ্ব ফয়সাল মো. সাগর বলেন, দেশের বিভিন্ন ক্রান্তিকালে দুঃসময় শান্তিনগর সমাজ কল্যান সংস্থার কর্মকর্তা ও সদস্যবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আসছে। পাশাপাশি এই এলাকার মানবকল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে আজ এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আমাদের এমন কল্যাণমূলক কাজ আগামীতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সংস্থার উপদেষ্টা মো. মনির হোসেন সরদার, সেলিম মোল্লা, সাধারণ সম্পাদক সুমন মিয়া, সহ-সাধারণ সম্পাদক জয়নাল মিয়া, মো. বাবু, সিদ্দিক সহ সকল সদস্য বৃন্দ।
ঈদ সামগ্রীর মধ্যে ছিলো, সেমাই, চিনি, দুধ, ঘি ও অনান্য সামগ্রী।