মদনগঞ্জ লক্ষ্যারচর উত্তরপাড়া অ্যাডভেঞ্চার ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ৯ সেপ্টেম্বর শুক্রবার বিকাল সাড়ে ৪ ঘটিকায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯ নং ওয়ার্ড পার্ক খেলার মাঠে ফাইনাল খেলার আয়োজন করা হয়।
মদনগঞ্জ লক্ষ্যারচর উত্তরপাড়া অ্যাডভেঞ্চার ক্লাব বনাম সোনাকান্দা রয়েল ক্লাব মধ্যকার খেলায় মদনগঞ্জ লক্ষ্যারচর উত্তরপাড়া অ্যাডভেঞ্চার ক্লাব ট্রাইব্রেকারে ২-১ গোলে জয়লাভ করেন। খেলাটি নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র থাকায় শেষ পর্যন্ত ট্রাইব্রেকারে গড়ায়।
প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব ফয়সাল মো. সাগর।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যুব সমাজকে রক্ষার একমাত্র কৌশল হলো খেলাধুলা, এ খেলাধুলাই পারে যুব সমাজকে রক্ষা করতে। খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে। খেলাধুলা করলে যুবকদের মধ্যে অন্যায় কাজ করার প্রবনতা কমে যায়। মাদক ও বাজে নেশা থেকে মুক্ত থাকে, এর মাধ্যমে শরীর চর্চাও হয় এবং মানুষকে সুস্থ রাখে। প্রতিটি ছেলে-মেয়েরই পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করা উচিৎ, খেলাধুলার কোন বিকল্প নেই।
এসময় আরো উপস্থিত ছিলেন, মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন’র সহ-সভাপতি মোস্তফা খান মিঠু, সাংগঠনিক সম্পাদক আলী নওশাদ আনোয়ার তুষার, কার্যকরী সদস্য আক্তার সরদার, মো. লিটন, সমাজ সেবক ফারুক চৌধুরী, বাবুল দেওয়ান, আমির সোহেল প্রমুখ।
যুবলীগ নেতা মানিক মাহমুদ’র সঞ্চালনায় খেলাটি সকলেই আনন্দের সাথে সুন্দরভাবে উপভোগ করেন।
খেলা শেষে প্রধান অতিথি সহ সকল অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কারের অর্থ তুলে দেন।