নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী এড. তৈমূর আলম খন্দকার ভোর থেকেই ছুটে যাচ্ছেন খেটে খাওয়া মানুষের কাছে। করছেন কুশল বিনিময় ও চাইছেন দোয়া। এরই ধারাবাহিকতায় রোববার (২৬ ডিসেম্বর) ভোরে ফজরের নামাজ শেষে নগরীর ৫নং গুদারাঘাট এলাকায় দোয়া প্রার্থণা ও শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিতি ছিলেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহিদ হাসান রোজেল, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. আবু আল ইউসুফ টিপু, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক নুরুল হক চৌধুরী দিপু, সাবেক দপ্তর সম্পাদক আক্তার হোসেন খোকন শাহ, মহানগর শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মো. জামাল হোসেন, জেলা যুবদলের সাবের যুগ্ম আহবায়ক গাজী সোহেল, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ সৌরভ, নারায়ণগঞ্জ সদর ছাত্রদলের আহবায়ক কাজী নাহিসুল ইসলাম সাদ্দাম, জেলা পরিবহন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. সেলিম হোসেন, মহানগর পরিবহন শ্রমিক দলের সভাপতি মো. ফারুক হোসেন, মনির হোসেন প্রমুখ।
শুভেচ্ছা বিনিময়কালে পথচারী, ভাস্যমান হকার, রিক্সা চালক, মুরুব্বী, খুচরা ও পাইকারী ব্যবসায়ী, অফিস আদালতগামী চাকরিজীবীদের সাথে কথা বলেন ও দোয়া চান।
এ সময় এড. তৈমূর আলমকে কাছে পেয়ে সিটি কর্পোরেশন নির্বাচনে ভয় না পেয়ে ভোট দিয়ে অংশ গ্রহণ করবে বলে জানান সাধারণ মানুষ। পাশাপাশি বিগত দিনে সিটি করপোরেশন থেকে বিভিন্ন অবহেলার শিকার হওয়ার অনুভুতি প্রকাশ করেন ভোটাররা।