নারায়ণগঞ্জে জাতীয় পার্টির (জাপা) নেতা আল জয়নালকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকা থেকে সদর মডেল থানা পুলিশ জমি দখল মামলার ওয়ারেন্টে তাকে গ্রেপ্তার করে।
২০১৮ সালের ৩০ মে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগ দিয়েছিলেন আল জয়নাল। তখন থেকেই তিনি নিজেকে জাতীয় পার্টির নেতা হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন।
পুলিশ জানায়, ২০১৯ সালের ১১ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল বাড়ির দেওয়াল মেরামত করতে গেলে বাধা দেন জয়নাল আবেদীন। জুয়েলের জমির পাশের জায়গাগুলোও জোর করে দখলে নিয়েছেন তিনি। এ ঘটনায় জয়নালের বিরুদ্ধে মামলা করেন হাসান ফেরদৌস জুয়েল।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান এতথ্য নিশ্চিত করে জানান, জয়নালের বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই গ্রেপ্তারি পরোয়ানামূলে তাকে গ্রেপ্তার করা হয়েছে।