নিজস্ব প্রতিনিধি- নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পেলেন অ্যাডভোকেট এ,কে,এম ওমর ফারুক নয়ন।
২২মে বৃহস্পতিবার থেকে তিনি এই দায়িত্ব পালন করছেন বলে জানা যায়।
আদালত সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ও এবং তার স্ত্রী অ্যাডভোকেট মাকছুদা আক্তার রুমী পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্য মক্কায় গমন করবেন। তাই অ্যাডভোকেট আবুল কালাম আজাদের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন দায়িত্ব পালন করে যাবেন।
এ বিষয়ে অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন বলেন, আমাদের বিজ্ঞ পিপি স্বস্ত্রীক পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে গত বৃহস্পতিবার (২২ মে) সৌদি আরব যাত্রা করেন । তার অনুপস্থিতিতে আমি পাবলিক প্রসিকিউটরের দায়িত্ব পালন করবো। দ্বায়িত্ব পালনে আমি সকলের কাছে দোয়া চাই। আমি যেনো বিচারপ্রার্থীদের ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করতে পারি। একই সাথে আমাদের পিপি এবং উনার স্ত্রীর জন্য দোয়া চাই। উনারা যেন হজ্ব পালন শেষে নিরাপদে দেশে এসে পৌঁছাতে পারেন।