দেশের মাটিতে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের আগে দক্ষিণ আফ্রিকা দলে বড় ধাক্কা হয়ে এলো তারকা পেসার আনরিখ নর্টিয়ের ইনজুরি। তিন ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন এই পেসার। আজ ক্রিকেট সাউথ আফ্রিকার পক্ষ থেকে নর্টিয়ের না থাকার খবর জানানো হয়। তবে তাঁর বদলি হিসেবে আর কাউকে স্কোয়াডে আনা হচ্ছে না।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় থেকে নর্টিয়ে বল করেননি। তখন থেকেই চোটে ভুগছিলেন। তবে ভারতের বিপক্ষে সিরিজের আগে তাঁকে সুস্থ করার চেষ্টা চলছিল। কিন্তু শেষ পরীক্ষায় দেখা যায়, নর্টিয়ে দীর্ঘক্ষণ বল করার ধকল নিতে পারছেন না। ক্রিকেট সাউথ আফ্রিকার মুখ্য চিকিৎসক ডা. শুয়েব মাঞ্জরা জানান, নর্টিয়ে এখন রিহ্যাবে আছেন। টেস্টে সম্ভব না হওয়ায় ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাঁকে খেলানোর পরিকল্পনা করছে বোর্ড।
নর্টিয়ের না থাকাটা নিঃসন্দেহে দলের জন্য বড় ধাক্কা। চলতি বছরে টেস্ট দলের বোলিংয়ে অন্যতম ভরসা ছিলেন এই পেসার। এখন পর্যন্ত পাঁচ টেস্টে ২০.৭৬ গড়ে ২৫ উইকেট নিয়েছেন তিনি। নর্টিয়ের বিকল্প হিসেবে কাউকে নেওয়া হয়নি। ফলে সাত সিমারকে নিয়েই সিরিজে নামবে প্রোটিয়ারা। তবে নর্টিয়ের বদলে একাদশে সুযোগ পেতে পারেন দুন্নাই অলিভিয়েরা। বক্সিং ডে টেস্টের প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। করোনার আতঙ্কে রুদ্ধদ্বার স্টেডিয়ামেই খেলা অনুষ্ঠিত হবে।