অবশেষে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক চওরা করার জন্য ভেঙ্গে দেয়া হয়েছে চাষাঢ়ায় ডাকবাংলো ও পুলিশ ফাঁড়ির দেয়াল।
এর আগে বহু বছর ধরে চাষাঢ়া ডাকবাংলো ও পুলিশ ফাঁড়ি অপসারনের জন্য দাবি করছিলো নারায়ণগঞ্জেন অনেক মানুষ ও বিভিন্ন সামাজিক সংগঠন। কেননা ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক প্রশস্তকরণে বড় বাধা ছিলো এই ডাকবাংলো ও পুলিশ ফাঁড়িটি। তবে নারায়ণগঞ্জের মানুষের দাবির কারনে নারায়ণগঞ্জের সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন ও জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ জায়েদুল আলম এই দুইটি অপসারণের আশ্বাস দেন।
এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার (১০ জুন) এটির ডাকবাংলো ও পুলিশ ফাঁড়ির দেয়াল ভেঙ্গে দেয়া হয়।
জানা গেছে, গত বছরের ১০ ডিসেম্বর ডাকবাংলোর সামনের মুল সড়কে ট্রাকের নিচে চাপা পরে প্রান হাড়ায় বাবা ও মেয়ে। এর পর থেকে এই ডাকবাংলো ও পুলিশ ফাঁড়ি অপসারনের দাবি আরও বেগ পায়।