নগরীর ব্যস্ততম সড়ক গুলোর মধ্যে চাষাঢ়া গোলচত্বর অন্যতম। নারায়ণগঞ্জ শহরে প্রবেশ করা বেশির ভাগ বাস থামানো হয় জিয়া হলের সামনেই। এতে যেমন যানজট এর সৃষ্টি হতো তেমনই সমস্যা হতো যাত্রীদের বাস থেকে নামতে। আর তাই এই সমস্যার সমাধানে নতুন উদ্যোগ গ্রহন করেছে জেলা ট্রাফিক পুলিশ।
বুধবার (২০ জুলাই) সকাল থেকে চোখে পরে তাদের এ উদ্যোগ। পরীক্ষামূলকভাবে নারায়ণগঞ্জ শহরে চালু করেছে বাস-বে। এতে করে যাত্রীরা নির্দিষ্ট স্থানে নিরাপদে উঠা-নামা করতে পারবে। পাশাপাশি শহরে কমে যাবে যানজট।
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জাহেদ পারভেজ চৌধুরী গণমাধ্যমকে জানান, আগে লিংক রোড থেকে বামে মোড় নিয়ে বাসগুলো চাষাড়া গোল চত্বরের ওপরেই রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে যাত্রী উঠা-নামা করত, এতে করে দীর্ঘ যানজট তৈরি হতো। বাস বে তে যাত্রী উঠা-নামা করবে এবং বাকি রাস্তা নির্বিঘ্নে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত থাকবে।
এদিকে, নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের এমন উদ্যোগে সন্তষ্ট প্রতিনিয়ত বাসে যাতায়াত করা যাত্রী থেকে শুরু করে পথচারীরা। একাধীক যাত্রীদের কাছে এবিষয়ে জানতে চাইলে তারা বলেন, আগে এখানে (জিয়া হলের সামনে) নামতে গেলে দেখতাম যায়গাটা রিকশা দিয়ে ভরা, মানুষের চাপাচাপি। তবে এখন তা নেই। সুন্দর ভাবেই সবাই ওঠা-নামা করতে পারছে।
এবিষয়ে জানতে চাইলে জেলা ট্রাফিক পুলিশের টিআই ইমরান জানান, আমরা পরিক্ষামুলক ভাবে এই কার্জক্রমটা পরিচালনা করছি এবং এতে জনগনের ভালো সাড়া পেয়েছি। আশাকরি এভাবেই চলতে থাকলে শহরের গুরুত্বপুর্ন এই স্থানটিতে যানজট নিরসনের একটি স্থায়ী সমাধান পাওয়া যাবে।