ইউক্রেনের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বেলারুশের সীমান্তে। বৃহস্পতিবার বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ব্রেস্ট সীমান্ত অঞ্চলে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের একটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।
ব্রেস্ট অঞ্চলের সামরিক কমিশনার ওলেগ কোনভালভ একটি ভিডিও বার্তায় জানিয়েছেন, স্থানীয় বাসিন্দাদের ‘চিন্তার কিছু নেই। দুর্ভাগ্যবশত, এই ঘটনাগুলি ঘটে থাকে।’
তিনি ঘটনাটিকে নভেম্বরের পোল্যান্ডে পড়া ইউক্রেনের একটি ক্ষেপণাস্ত্রের ঘটনার সঙ্গে তুলনা করেছেন। ওই সময় ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনীর ছোড়া এস-৩০০ ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের সীমান্তে পড়েছিল। পর ইউক্রেন জানায়, ভুলে ক্ষেপণাস্ত্র পোল্যান্ডে আঘাত হেনেছে।
বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘একটি কৃষি জমিতে টুকরোগুলো পাওয়া গেছে… যাচাই প্রক্রিয়া চলাকালে জানা গেছে, ধ্বংসাবশেষটি ইউক্রেনের ভূখণ্ড থেকে ছোড়া একটি এস-৩০০ অ্যান্টি-এয়ারক্রাফ্ট গাইডেড ক্ষেপণাস্ত্রের।’