বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠক করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে কবে এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।
সোমবার (১৯ ডিসেম্বর) সংবাদ মাধ্যম আল-জাজিরা একথা জানিয়েছে।
সাড়ে তিন বছর পর পুতিন বেলারুশ সফর করতে চলেছেন।
ক্রেমলিন এটিকে একটি গুরুত্বপূর্ণ সফর বলে আখ্যায়িত করেছে।
লুকাশেঙ্কো প্রথম থেকেই বলে আসছেন, ইউক্রেনে যুদ্ধে সেনা পাঠানোর কোনো ইচ্ছা তার দেশের নেই।
ইউক্রেনের কর্মকর্তারা কয়েক মাস ধরে দাবি করে আসছেন, বেলারুশ আবার কিয়েভে স্থল হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার হতে পারে।সূত্র: আল-জাজিরা।