বুড়িগঙ্গায় ভেসে ফতুল্লায় আসা সেই লাশের পরিচয় মিলেনি। অজ্ঞাত হিসেবেই দাফন করা হয়েছে।
অজ্ঞাত হিসেবেই ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে পাগলা শাহী বাজার কবরস্থানে দাফন করা হয়েছে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
গত ৯ অক্টোবর বিকালে ফতুল্লা সরকারি তেল ডিপো যমুনা ঘাটের পেছনে বুড়িগঙ্গা নদীতে ২৪ থেকে ২৫ বছরের এক যুবকের ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে সন্ধ্যার দিকে ওই মরদেহ উদ্ধার করে নৌ-থানা পুলিশ। মরদেহের পরনে কালো রঙের ট্রাউজার ও গেঞ্জি ছিল।
পাগলা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শাহজাহান আলী বলেন, অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবি আই)কে জানানো হয়। লাশের ফিঙ্গার পচে যাওয়ায় শনাক্ত করা সম্ভব হয়নি। নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে ময়না তদন্ত শেষে অজ্ঞাত হিসেবে ফতুল্লার শাহী বাজার কবরস্থানে দাফন করা হয়েছে। আর ফতুল্লা মডেল থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
উপ-পরিদর্শক শাহজাহান আলীর ধারণা, মৃত্যুর পূর্বে মাথা, কপাল ও চোখে আঘাত পেয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর কোন ভাবে মৃত্যু হয়।